I-League Champion Mohun Bagan: আই-লিগ জয় মোহনবাগানের, সবুজ-মেরুন আবিরে দিনের শেষে রং মাখল সমর্থকরা
আই-লিগ জয় মোহনবাগানের (Picture Crdits: Twitter)

কলকাতা, ১০ মার্চ: সবুজ-মেরুনের জয় জয়কার। কল্যাণীতে আইজল এফসিকে (Aizawl FC)  ১-০ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই জয় মোহনবাগানের (Mohun Bagan)। তিনবার জাতীয় লিগ জয়ের পর দ্বিতীয়বার আই লিগ (I-League) ঘরে তুলল সবুজ মেরুন ব্রিগেড। আজ আইজলকে হারালেই ২০১৪-১৫ মরশুমের পর আবার মোহনবাগানের হাত ধরে আই আই লিগ আসবে বাংলায়, সেটা নিশ্চিত ছিল। তাই সবুজ-মেরুন আবির মেখে আই লিগ ট্রফির রেপ্লিকা, ঢাক-ঢোল নিয়ে উত্সবের প্রস্তুতি আগে থেকেই তৈরি ছিল।

ফ্রান গঞ্জালেস, জোসেবা বেইটিয়াদের পরিবারের লোকজনও হাজির ছিলেন কল্যাণী স্টেডিয়ামের গ্যালারিতে। চ্যাম্পিয়ন হওয়ার মূহূর্তটা মাঠে থেকে উপভোগ করতে চেয়েছিলেন তাঁরাও। হতাশ করেননি ভিকুনার দল। তবে গোলের জন্য অপেক্ষা করতে হল ৭৯ মিনিট পর্যন্ত। তিন মাস আগে ৮ ডিসেম্বর কল্যাণীতে চার্চিল ব্রাদার্সের কাছে এ বারের আই লিগের একমাত্র হারটা স্বীকার করেছিল কিবু বিকুনিয়ার টিম। তারপরই ঘুরে দাঁড়িয়ে লম্বা দৌড়। আরও পড়ুন, ৮৫ রানে হারিয়ে পঞ্চমবার বিশ্বচ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়ার কাছে হার ভারতীয় নারীশক্তির

১৩ ম্যাচের এগারোটায় জিতে অপরাজেয় থেকে লিগ টেবিলের মগডালে ছিল মোহনবাগান। খেলা শেষ হতেই তাই চারিদিকে উচ্ছ্বাস। মাঠে ঢুকে পড়লেন ক্লাব কর্তারাও। সোমবার রিয়াল কাশ্মীরকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তারপরই স্পষ্ট হয়ে যায়, মঙ্গলবার আইজলকে হারালেই আই লিগ মোহনবাগানের।১৬ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ধরাছোঁয়ার বাইরে কিবু ভিকুনার দল। ২০০৯-১০ মরশুমে ডেম্পো চার ম্যাচ বাকি থাকতে আই লিগ জিতেছিল। এবার ডেম্পোকে ছুঁয়ে ফেলল মোহনবাগান।