আজ ১৮ ফেব্রুয়ারি হায়দরাবাদ এফসির (Hyderabad FC) মুখোমুখি হবে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। হায়দরাবাদের জি এম সি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে (G.M.C. Balayogi Athletic Stadium, Hyderabad) ম্যাচটি অনুষ্ঠিত হবে। লিগের প্রথম ম্যাচেই জামশেদপুরকে এক গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। কলকাতা জায়ান্টদের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় হায়দরাবাদের জন্য এ বারের ইন্ডিয়ান সুপার লিগের লিগ পর্বে দ্বিতীয় স্থান নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। এখন শনিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখতে মরিয়া মানোলো মার্কেজের (Manolo Marquez) দল। ইন্ডিয়ান সুপার লিগে শেষ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর। শেষ ম্যাচে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল মেন অফ স্টিল।
The Men Of Steel are all set for the Nizams of Hyderabad as a fiery match up awaits at the Gachibowli Stadium!
Catch the LIVE action, today 5 PM, on📺Star Sports network and Disney+Hotstar#HeroISL #LetsFootball #HFCJFC pic.twitter.com/C2kAwLrXEl
— Star Sports Football (@StarFootball) February 18, 2023
কবে, কোথায় আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি?
হায়দরাবাদের জি এম সি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে (G.M.C. Balayogi Athletic Stadium, Hyderabad) হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসির ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।