East Bengal vs Mumbai (Photo Credit: East Bengal FC/ X)

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2023-24) এই মরসুমের শেষের দিকে হায়দরাবাদ এফসি (Hyderabad FC) আজ শনিবার, ১৭ ফেব্রুয়ারি গাছিবৌলি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল এফসিকে (East Bengal FC) আতিথ্য দিতে চলেছে। উভয় দলই তাদের নিজ নিজ ফিক্সচারে একের পর এক পরাজয়ের পরে পুনরুত্থানের দিকে নজর রেখে আজকের ম্যাচে খেলবে। সুপার কাপে তাদের ঐতিহাসিক অভিযানের পর থেকে ইস্টবেঙ্গলের সময় ভালো যাচ্ছে না। কলকাতা ডার্বিতে মোহনবাগান এসজির বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স করলেও দেরিতে সমতা ফেরানোর পর ২-২ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় কার্লেস কুয়াদ্রাতের দলকে। এরপরে নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং মুম্বই সিটি এফসির বিরুদ্ধে পরপর দুটি পরাজয় জুটেছে তাঁদের। চোট, সাসপেনশন নিয়ে ইস্টবেঙ্গল ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন ১১ নম্বরে রয়েছে। অন্যদিকে, নিজামরা সম্পূর্ণ অশান্তিতে রয়েছে এবং লিগে এখনও একটি ম্যাচও জিততে পারেনি। ISL 2023-24 Live Streaming: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি, আইএসএল ২০২৩-২৪, সরাসরি দেখবেন যেখানে

কবে, কোথায় আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?

১৭ ফেব্রুয়ারি হায়দরাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে (Gachibowli Stadium) আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?

হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ

সরাসরি টিভিতে হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।