Bengaluru FC (Photo Credit: ISL/ X)

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) এখনও পর্যন্ত প্রথম জয় পায়নি হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। চলতি মরসুমে তারা পাঁচটি ম্যাচ খেলেছে, কিন্তু কোনোটিতেই জিততে পারেনি। মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল হায়দরাবাদ। ম্যাচের শেষ মুহূর্তে মুম্বইয়ের হোসে লুইস অ্যারোয়োর (Jose Luis Arroyo) আত্মঘাতী গোলের সুবাদে বিশৃঙ্খল ম্যাচে ফেরে হায়দরাবাদ। চার ম্যাচে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে হায়দরাবাদ। আজ আইএসএলে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে ম্যাচ দিয়ে পয়েন্ট টেবিলের ওপরে ওঠার লক্ষ্য নিজামদের। হায়দরাবাদের গাচিবাউলি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাচটি।

অন্যদিকে, বেঙ্গালুরু এফসির জন্যও এই মরসুমটা খুব খারাপ গিয়েছে। এবারের আইএসএলে এখনও পর্যন্ত একটি ম্যাচ জিতেছে ব্লুজরা। এই মুহূর্তে পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে তারা। শেষ ম্যাচে ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে বেঙ্গালুরুর লড়াইটা বেশ জমজমাট হয়ে ওঠে। প্রথমার্ধে দু'গোলের লিড নিলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান ধরে রাখতে পারেনি বেঙ্গালুরু। শেষ পর্যন্ত ওড়িশার অ্যামে রানাওয়ারের (Amey Ranawade) গোলে ম্যাচ ছিনিয়ে নেয় ওড়িশা। Odisha FC vs North-East United FC Result: দিয়েগো মরিসিওয়ের গোলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় ওড়িশার

কবে, কোথায় আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

৪ নভেম্বর হায়দরাবাদের গাচিবাউলি স্টেডিয়ামে (Gachibowli Stadium, Hyderabad) আয়োজিত হবে হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন হায়দরাবাদ এফসি বনাম বেঙ্গালুরু এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।