ভারতের ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের সিজন ওপেনিং টুর্নামেন্ট ডুরান্ড কাপ পশ্চিমবঙ্গ ও অসমে ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Armed forces) আয়োজনে ডুরান্ড কাপ প্রথম ১৮৮৮ সালে শিমলায় অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ১৩২তম ডুরান্ড কাপ ২০২৩-এ ২৪টি দল খেলছে। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ এবং সশস্ত্র বাহিনীর দল রয়েছে। চলতি মরসুমে নেপাল ও বাংলাদেশ থেকে সেনাবাহিনীর দল অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ৯ আগস্ট বুধবার ডুরান্ড কাপের সপ্তম দিনে মাঠে নামবে গোকুলাম কেরল এবং ভারতীয় বায়ুসেনা। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই দল। ২০১৯-এর চ্যাম্পিয়ন গোকুলাম কেরল ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে শুরুটা ভাল করতে চায়। অন্যদিকে, ভারতীয় বিমানবাহিনীর দলকে হারানো কঠিন হতে পারে, বিশেষ করে টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ে এবং বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছে যারা দীর্ঘদিন ধরে জাতীয় সার্কিটের অংশ ছিলেন। সেই অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে থাকবেন মিনার্ভা পঞ্জাবের হয়ে আই লিগ জেতা আরশপ্রীত সিং এবং গোলের দিক থেকে শিবিনরাজও। মাঝমাঠের প্রভজোত আর এক গুরুত্বপূর্ণ ফুটবলার। Tribhuvan Army vs Delhi FC, Durand Cup 2023, Live Streaming: ত্রিভুবন আর্মি বনাম দিল্লি এফসি, ডুরান্ড কাপ ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
Get your jerseys on, it's game day! ⚽💥 GKFC goes head-to-head with Indian Air Force in the Durand Cup opener. Who will seize the victory? 🏅#DurandCup #GKFC #malabarians #FootballLegacy pic.twitter.com/w2MNUcb7tK
— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) August 9, 2023
কবে, কোথায় আয়োজিত হবে গোকুলাম কেরল বনাম ভারতীয় বায়ুসেনা, ডুরান্ড কাপের ম্যাচ?
৯ আগস্ট কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে (Kishore Bharati Krirangan, Kolkata) ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হবে গোকুলাম কেরল ও ভারতীয় বায়ুসেনা।
কখন থেকে শুরু হবে গোকুলাম কেরল বনাম ভারতীয় বায়ুসেনা, ডুরান্ড কাপের ম্যাচ?
ডুরান্ড কাপের গোকুলাম কেরল বনাম ভারতীয় বায়ুসেনার ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ৪৫-এ।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন গোকুলাম কেরল বনাম ভারতীয় বায়ুসেনা, ডুরান্ড কাপের ম্যাচ
সরাসরি টিভিতে গোকুলাম কেরল বনাম ভারতীয় বায়ুসেনা, ডুরান্ড কাপের ম্যাচ দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন গোকুলাম কেরল বনাম ভারতীয় বায়ুসেনা, ডুরান্ড কাপের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।