Croatia vs France (Photo Credit: @MadridXtra/ X)

France vs Croatia, Quarterfinal, UEFA Nations League:: উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া (France vs Croatia)। ২৪ মার্চ স্তাদ দে ফ্রান্সে আয়োজিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ। ফ্রান্স হেড-টু-হেডে এগিয়ে থেকেও শেষ ম্যাচে সেই সুযোগগুলি কাজে লাগাতে ব্যর্থ হয়। টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফিরতে আজ বড় ব্যবধানে জিততে চাইবে ফরাসিরা। অন্যদিকে, আগের ম্যাচে ক্রোয়েশিয়া দুর্দান্ত ছিল। খেলার ২৬ মিনিটেই আন্তে বুডমির (Ante Budmir) দলকে এগিয়ে দেন। ফাস্ট হাফে যোগ করা অতিরিক্ত সময়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরিসিচ (Ivan Perisic)। খেলার দ্বিতীয়ার্ধে ফ্রান্সের আক্রমণকে নিষ্ক্রিয় করে দারুণ ডিফেন্স দিয়ে লড়ে যায় ক্রোয়াটরা। এই ম্যাচটি ক্রোয়েশিয়া ২-০ ব্যবধানে জিতে নেওয়ায় এই লড়াইয়ে কিন্তু অনেকটাই এগিয়ে তারা। ফ্রান্সের বিপক্ষে তারা তাদের লিড বাড়াতে পারে কিনা তা এখনও দেখার বিষয়। Spain vs Netherlands, Quarterfinal, UEFA Nations League Live Streaming: স্পেন বনাম নেদারল্যান্ডস, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ, সরাসরি দেখুন ভারতে

ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ

কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ?

২৪ মার্চ স্তাদ দে ফ্রান্সে (Stade de France) আয়োজিত হবে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ।

কখন থেকে শুরু হবে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ?

ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ১টা বেজে ১৫ মিনিটে।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ

সরাসরি টিভিতে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ

ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে