কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) চলছে না পশ্চিমী দুনিয়ার নীতি-দর্শন। বিয়ার সহ যে কোনও ধরনের অ্যালকোহল জাতীয় পানীয় পুরোপুরি নিষিদ্ধ কাতার বিশ্বকাপে। সমকামীরাও নিষিদ্ধ। ঠিক একই রকমভাবে কাতারে নিষিদ্ধ, মহিলাদের খোলামেলা পোশাক পরে ঘোরা। আর কাতারের সেই নিয়ম ভেঙে রাজধানী দোহার রাস্তায় বিকিনিতে হেঁটে বেরিয়ে ফোটোশ্যুট করলেন ক্রোয়েশিয়ার সুন্দরী ইভানা কোনল (Ivana Knoll)। প্রাক্তন এই মিস ক্রোটের শিরোপা জেতা ইভানা একেবারে কাটা বিকিনি পরে ঘুরলেন। ইভানার বিরুদ্ধে কাতারের সংস্কৃতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে। যা নিয়ে কাতারে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। ক্রোটদের ম্যাচ দেখতে কাতারে ছুটে এসেছেন জনপ্রিয় এই মডেল।সঙ্গে ফোটোশ্যুট করছেন, সেলফি তুলছেন তিনি। তবে বাধ সাধল তাঁর বিকিনি পরে রাস্তায় ঘোরার ছবি। যেটা তাঁর দেশে একেবারে সাধারণ ব্যাপার। কিন্তু কাতারে একেবারে নিষিদ্ধ মহিলাদের এই পোশাকে ঘোরা। আরও পড়ুন-মেসিদের হারানোর পুরস্কারে সৌদির ফুটবলারদের রোলস রয়েস দিচ্ছেন যুবরাজ? জানুন সত্যি
দেখুন ছবিতে
🗣️ 'Shame on you - respect others culture'
Former Miss Croatia slammed for her actions in Qatar. pic.twitter.com/fg6hOyR1eE
— SPORTbible (@sportbible) November 25, 2022
মরক্কোর বিরুদ্ধে ক্রোয়েশিয়ার ম্যাচ দেখতেও একেবারে খোলামেলা পোশাকে স্টেডিয়ামে গিয়েছিলেন ইভানা। ইভানা আবার কাতারে এসে আয়োজকদের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, এর চেয়ে খারাপভাবে বিশ্বকাপ আয়োজন করা যায় না।