দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। রবিবার, ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ ২০২২ (Fifa World Cup 2022)। ফুটবল বিশ্বকাপ মানেই রোমাঞ্চ, মানেই স্কিলের ফুলঝুড়ি, গোলের ফোয়ারা। রাত জাগার পালা বাঙালির। এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে মধ্যপ্রাচ্যে আর শীতে।
আগামী ক'টা দিন ব্রাজিল না আর্জেন্টিনা, মেসি না নেইমার, রোনাল্ডো। এই তর্কে বুঁদ থাকবে বাঙালি। কিন্তু তর্ক করতে হলে তো আগে খেলা দেখতে হবে। জেনে নিন এবাররে বিশ্বকাপ টিভিতে কোন চ্যানেলে, আর মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে দেখতে হলে কীভাবে দেখবেন। আরও পড়ুন-মাঠের বাইরে রূপের যাদুতে কাত করলেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ, দেখুন সেই ছবি
কোথায়, কবে থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ
আগামী ২০ নভেম্বর, রবিবার থেকে কাতারের দোহায় শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২২। মোট ৩২টি দেশকে নিয়ে হবে এবারের বিশ্বকাপ। ফাইনাল ১৮ ডিসেম্বর।
এবারের বিশ্বকাপে মোট কতগুলি ম্যাচ হবে
২৯ দিনে মোট ৬৪টি ম্যাচের পর ঠিক হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোন দেশ হবে। প্রথমে ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করে টুর্নামেন্ট শুরু হবে। সেখান থেকে ১৬টি দল উঠবে নক আউট রাউন্ডে। নক আউট রাউন্ডে প্রথমে প্রি কোয়ার্টার ফাইনাল, সেখান থেকে ৮টি দেশকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল ও ফাইনাল। ফাইনালে ওঠা দলকে খেলতে হবে মোট ৭টি ম্যাচ।
ভারতে কোন টিভি চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা?
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা।
কোন অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা?
ভায়াকম ১৮-র অ্যাপ 'ভুট' (Voot)-এর মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। তবে তার জন্য নির্দিষ্ট টাকার মাধ্যমে সাবস্প্রিপশন নিতে হবে। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema) মাধ্যমে।
কখন থেকে শুরু হবে ম্যাচগুলি
গ্রুপ লিগের খেলাগুলি শুরু হবে বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা ৬.৩০টা, রাত ৯.৩০ ও রাত সাড়ে ১২টায়। ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৮টায়।