ট্রান্স-তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা মহিলা বিশ্বকাপের নবম আসর আয়োজনের জন্য প্রস্তুত। ২০ জুলাই থেকে শুরু হয়েছে এই আসর। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের ফরম্যাট অনুসরণ করে আটটি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ থেকে এইচে প্রতিটিতে চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপের দলগুলো প্রতিযোগিতার গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্ব শেষে আট গ্রুপ থেকে সেরা দুই দল নকআউট পর্বে যাবে, যা শুরু হবে রাউন্ড অব ১৬ দিয়ে। আজ ২৬ জুলাই গ্রুপ 'সি' র প্রথম ম্যাচে মুখোমুখি হবে জাপান এবং কোস্টা রিকা। এরপর গ্রুপ 'সি'র ম্যাচে স্পেনের মুখোমুখি হবে জাম্বিয়া এবং দিনের শেষ গ্রুপ 'বি'র ম্যাচে কানাডা বনাম রিপাবলিক অফ আয়ারল্যান্ড খেলবে। FIFA Women's World Cup 2023: সহজ জয়ে শুরু ব্রাজিলের, কঠিন হারে আর্জেন্টিনার
Another day, another round of matches. 😍#FIFAWWC | #BeyondGreatness— FIFA Women's World Cup (@FIFAWWC) July 26, 2023
বুধবার, ২৬ জুলাই
গ্রুপ সি: জাপান বনাম কোস্টারিকা (সকাল ১০ঃ৩০টায়)
গ্রুপ সি: স্পেন বনাম জাম্বিয়া (দুপুর ১ঃ০০টায়)
গ্রুপ 'বি': কানাডা বনাম আয়ারল্যান্ড (বিকেল ৫ঃ৩০টায়)
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।