ট্রান্স-তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা মহিলা বিশ্বকাপের নবম আসর আয়োজনের জন্য প্রস্তুত। ২০ জুলাই থেকে শুরু হয়েছে এই আসর। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের ফরম্যাট অনুসরণ করে আটটি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ থেকে এইচে প্রতিটিতে চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপের দলগুলো প্রতিযোগিতার গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্ব শেষে আট গ্রুপ থেকে সেরা দুই দল নকআউট পর্বে যাবে, যা শুরু হবে রাউন্ড অব ১৬ দিয়ে। আজ ৩০ জুলাই গ্রুপ 'এইচ' র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া এবং মরক্কো। এরপর গ্রুপ 'এ'র পরের ম্যাচে নরওয়ের ফিলিপিন্স এবং সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এরপর দিনের শেষ ম্যাচে গ্রুপ 'এইচ'র ম্যাচে জার্মানি বনাম কলোম্বিয়া খেলবে। Herve Renard: মেসিদের পর এবার বিশ্বকাপে ব্রাজিলকে হারালেন কোচ রেনার্ড, মার্তাদের বিরুদ্ধে দারুণ জয় ফরাসি মহিলাদের
৩০ জুলাই, রবিবার
গ্রুপ এইচ: দক্ষিণ কোরিয়া বনাম মরক্কো (০-১) ৪১ মিনিটে
গ্রুপ এইচ: জার্মানি বনাম কলম্বিয়া (দুপুর ৩ঃ০০টেয়)
দল এ: সুইজারল্যান্ড বনাম নিউজিল্যান্ড (দুপুর ১২ঃ৩০টায়)
গ্রুপ 'এ': নরওয়ে বনাম ফিলিপাইন (দুপুর ১২ঃ৩০টায়)
Group stage action is starting to come to a close. ⏳ #FIFAWWC | #BeyondGreatness
— FIFA Women's World Cup (@FIFAWWC) July 30, 2023
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?
ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।