Al Hilal Vs Real Madrid (Photo Credit: X@KhaledAleshaiwy)

বুধবার রাতে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে রুখে দিয়েছে আল-হিলাল।দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। গন্সালো গার্সিয়া রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেওয়ার পর খেলায় সমতা ফেরান রুবেন নেভেস। শেষ দিকে ভালভের্দের পেনাল্টি আটকে দিয়ে দলকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনে দেন মরক্বান গোলরক্ষক ইয়াসিন বোনো। এর ফলে হতাশায় মাঠ ছাড়ে ইউরোপের রেকর্ড চ্যাম্পিয়নরা।রিয়াল মাদ্রিদের সঙ্গে সমানে সমান লড়াই করেছে আল হিলাল। দলের বেশিরভাগ ফুটবলারই বেশ অভিজ্ঞ এবং ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে।

প্রথমে আল হিলালের প্রবল আক্রমণে বিপর্যস্ত ছিল রিয়াল মাদ্রিদ। অবস্থা সামলে ৩৪ মিনিটে গোল করে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোর দারুণ এক পাস থেকে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড গন্সালো গার্সিয়া। তবে সমতায় ফিরতে দেরি করেনি ইনজাঘির দল। ৪১ মিনিটে পেনাল্টি থেকে আল হিলালকে সমতায় ফেরান রুবেন নেভেস।

দ্বিতীয় হাফে পুরোটাই আধিপত্য বিস্তার করে গোলের দেখা পায়নি রিয়াল। তবে ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ তারা পেয়েছিল ৮৭ মিনিটে। ফ্রান গার্সিয়াকে ডি-বক্সে ফাউল করলে রিয়াল পেনাল্টি পায়। ভালভের্দের নেয়া পেনাল্টি শটটি আটকে দেন আল হিলালের গোলরক্ষক বোনো।