PSG Beat Inter Miami (Photo Credit: X@PSG_Report)

প্রাক্তন দলের কাছে আটকে গেলেন লিওনেল মেসি ( Messi) ।আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রবিবার শেষ ষোলোর ম্যাচটিতে ৪-০ গোলে জিতে গেল লুইস এনরিকের দল পিএসজি।এই সহজ জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠে গেল ইউরোপ চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে মাঠে সবদিক থেকেই মেসিদের ইন্টার মিয়ামির (Inter Miami) চেয়ে বিস্তর ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। বরং  ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কেন ব্যবধানটা আরও বড় করে প্রথমার্ধটা শেষ করতে পারেনি, প্রশ্ন করা যায় সেটি নিয়েই। প্রথমার্ধে খেলায় মাঠে মেসিও ছিলেন বড্ড নিষ্প্রভ। তাঁকে এতটা অসহায় এর আগে কখনো লেগেছে কি না সন্দেহ! প্রথমার্ধে এমন বাজে খেলা মেসিরা দ্বিতীয়ার্ধে ৪ গোলের ব্যবধান ঘুচিয়ে ফেলবেন, এমনটা ভাবতেই পারেননি কোন ক্রীড়াপ্রেমী। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। উসমান দেম্বেলেকে বেঞ্চে রেখে খেলতে নামা পিএসজির হয়ে জোড়া গোল করেন জোয়াও নেভেস (João Neves)। বিরতির ঠিক আগে মায়ামির টমাসের (Tomás Avilés) আত্মঘাতী গোলের পর চতুর্থ গোলটি করেন আশরাফ হাকিমি (Achraf Hakimi)।

প্রথমার্ধের তুলনায় অবশ্য দ্বিতীয়ার্ধে ভালোই খেলেছে ইন্টার মায়ামি।প্রথমার্ধে দাঁড়িয়ে থাকা মেসিরা দ্বিতীয়ার্ধে গোল করার সুযোগও পেয়েছিলেন। সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করেছেন লুইস সুয়ারেজ। মেসি দারুণ এক ক্রস খুঁজে নিয়েছিল সুয়ারেজকে। সামনে শুধু গোলরক্ষক, উরুগুইয়ান ফরোয়ার্ড বলে-পায়ে ঠিকমতো সংযোগই করতে পারলেন না! তবে  নিজেরা গোল করতে না পারলেও মেসিরা  দ্বিতীয়ার্ধে আর গোল খাননি।  ৪-০ গোলে হেরেই ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় মায়ামিকে।

 

কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) মুখোমুখি হবে পিএসজি। অন্য  ফ্ল্যামেঙ্গো (Flamengo) কে বিদায় করে শেষ আটে জায়গা করে নিয়েছে বায়ার্ন।