গত মরশুমে দুর্দান্ত খেলে জামশেদপুর এফসি ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা জয় করেছিল। সেই ছন্দকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এ বারের মতো একই শো-এর পুনরাবৃত্তি করতে ব্যর্থ হয়েছে দলটি। চলতি মরশুমে ১০টি ম্যাচ খেলার পর এইডি বুথ্রয়েডের (Aidy Boothroyd) দল মাত্র ৪ পয়েন্ট নিশ্চিত করেছে। আজ, বৃহস্পতিবার জামশেদপুর যখন মাঠে নামবে, তখন তাদের লক্ষ্য হবে দ্বিতীয় জয়। অন্যদিকে পরপর দু'টি জয় নিয়ে মাঠ ছাড়ে এফসি গোয়া। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে কার্লোস পেনার (Carlos Pena) দল।
কবে, কোথায় আয়োজিত হবে এফসি গোয়া বনাম জামশেদপুর এফসি ম্যাচ?
জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex) এফসি গোয়ার (FC Goa) মুখোমুখি হবে জামশেদপুর (Jamshedpur)।
কখন থেকে শুরু হবে এফসি গোয়া বনাম জামশেদপুর এফসি ম্যাচ?
ইন্ডিয়ান সুপার লিগে এফসি গোয়া বনাম জামশেদপুর এফসি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
We're past the halfway stage of #HeroISL 2022-23 as we kick-off Matchweek 1️⃣2️⃣ with an encounter between @JamshedpurFC and @FCGoaOfficial ?⚔️?
Match Preview: https://t.co/4Tg86kIeEP #JFCFCG #LetsFootball #JamshedpurFC #FCGoa pic.twitter.com/l37LMuHGtZ
— Indian Super League (@IndSuperLeague) December 22, 2022