Kalinga Super Cup Live Streaming: ইন্টার কাশী বনাম এফসি গোয়া, কলিঙ্গ সুপার কাপ ২০২৪; সরাসরি দেখবেন যেখানে
FC Goa (Photo Credit: FC Goa/ X)

ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে চ্যালেঞ্জিং ম্যাচ দিয়ে কলিঙ্গ সুপার কাপে অভিযান শুরু করতে চলেছে ইন্টার কাশী (Inter Kashi)। আজ ১২ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের প্রথম পিচে গ্রুপ ডি-র লড়াই হওয়ার কথা। কলিঙ্গ সুপার কাপে নিজেদের জায়গা পাকা করে নেওয়া শেষ আই লিগের দল ইন্টার কাশী। কোয়ালিফাইং রাউন্ডে রাজস্থান এফসি (Rajasthan FC)-কে হারিয়ে কাপের লড়াইয়ে নামবে তারা। ম্যাচটি একতরফা হয় যেখানে ইন্টার কাশী কোনও জবাব ছাড়াই পাঁচটি গোল করে। অভিযানের উদ্বোধনী ম্যাচের আগে এই জয় অবশ্যই তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আই লিগের চলতি মরসুমে ইন্টার কাশী এখনও ধারাবাহিকতা দেখাতে পারেনি। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। অন্যদিকে, চলতি মরসুমে আইএসএলের অন্যতম সেরা দল এফসি গোয়া। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) চেয়ে মাত্র দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তবে কেরলের থেকে দু'টি ম্যাচ কম খেলেছে এফসি গোয়া। BBL Live Streaming: সিডনি থান্ডার বনাম সিডনি সিক্সার্স, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪; সরাসরি দেখুন

কবে, কোথায় আয়োজিত হবে ইন্টার কাশী বনাম এফসি গোয়া, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?

১২ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম পিচে (Kalinga Stadium Pitch 1, Bhubaneswar) আয়োজিত হবে ইন্টার কাশী বনাম এফসি গোয়া, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ।

কখন থেকে শুরু হবে ইন্টার কাশী বনাম এফসি গোয়া, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?

ইন্টার কাশী বনাম এফসি গোয়া, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টোয়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইন্টার কাশী বনাম এফসি গোয়া, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ

সরাসরি টিভিতে ইন্টার কাশী বনাম এফসি গোয়া, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইন্টার কাশী বনাম এফসি গোয়া, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।