ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে (Manchester City) ২-১ গোলে হারিয়ে এফএ কাপের (FA Cup) শিরোপা ঘরে তুলেছে এরিক টেন হাগের দল। ওয়েম্বলিতে ফলাফল যাই হোক না কেন, টেন হাগকে বরখাস্ত করা হতে পারে বলে জানা গেছে সংবাদসংস্থা এএফপির তরফ থেকে। টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ ও এফএ কাপ শিরোপা জয়ের হট ফেভারিট ছিল সিটি। তবুও টেন হাগ পেপ গার্দিওলার দলকে আটকে দেওয়ার একটি উপায় খুঁজে পান এবং আলেহান্দ্রো গারনাচো, কোবি মাইনোর প্রথমার্ধের গোলগুলি ইউনাইটেডকে আট বছরের মধ্যে প্রথমবারের মতো এফএ কাপ জয়ের পথ করে দেয়। ৮৭ মিনিটে আন্দ্রে ওনানার দুর্বল প্রচেষ্টা সেভ করেন জেরেমি ডকু, কিন্তু সিটিকে উদ্ধার করতে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। Xavi Hernandez: কোচ জাভিকে তাড়াল বার্সা, দায়িত্বে হেনসি ফ্লিক
YOU COULDN'T WRITE IT 🤯
Academy graduate, Kobbie Mainoo scores in the #EmiratesFACup Final for @ManUtd 😱 pic.twitter.com/d68cAKvaE8
— Emirates FA Cup (@EmiratesFACup) May 25, 2024
গত বছর লিগ কাপ জিতে ইউনাইটেডের ছয় বছরের ট্রফি খরা কাটিয়েছেন টেন হাগ৷ ১২ মাস আগে এফএ কাপের ফাইনালে সিটির কাছে ২-১ গোলে হারের প্রতিশোধ নিয়েছেন টেন হাগ৷ চলতি মরসুমে চ্যাম্পিয়নদের চেয়ে ৩১ পয়েন্ট পিছিয়ে থেকেও এখন তিনি ইউনাইটেডের শিরোপা খরা কাটিয়েছেন৷ ২০১৪-১৫ মৌসুমের পর ইউরোপিয়ান অ্যাকশন ছাড়া প্রথম মৌসুম এড়ানো ইউনাইটেডও ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। ১৭১ দিন আগে লিগে অ্যাস্টন ভিলার কাছে হারের পর প্রথম ঘরোয়া পরাজয়ে সিটির অস্বাভাবিক খারাপ পারফরম্যান্সে লাভবান হয়েছে তারা। গত সপ্তাহে প্রথম দল হিসেবে টানা চার মরসুমে প্রিমিয়ার লিগ জিতে নেয় সিটি। কিন্তু সাত বছরের মধ্যে ষষ্ঠ শিরোপা জয়ে ক্ষুধার্ত দেখালেও অসফল হয় হ্যালান্ডরা।
FULL-TIME | Defeat at Wembley.
🩵 1-2 🔴 #ManCity | @okx pic.twitter.com/dw7oFFm1a3
— Manchester City (@ManCity) May 25, 2024