বিষ্ণু পিভির ৩২ সেকেন্ডের ওপেনারে এগিয়ে থাকা সত্ত্বেও, বৃহস্পতিবার আইএসএল ২০২৩-২৪ (ISL 2023-24) এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে ওড়িশা এফসির (Odisha FC) কাছে ২-১ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। দিয়েগো মরিসিও ও প্রিন্সটন রেবেলোর গোলে শিরোপা জয়ের পথ পা বাড়ায় ওড়িশা। এদিকে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে অলৌকিক কিছুর আশা করতে হবে লাল-হলুদ ব্রিগেডকে। সার্জিও লোবেরার প্রাক-ম্যাচ মন্তব্য এবং সুপার কাপের ভয়ঙ্কর লড়াইয়ের পরে ইস্টবেঙ্গলের থেকে অনেক আশা ছিল। প্রথম দিকে, কার্লেস কুয়াদ্রাতের দল হতাশ করেনি। বাঁ দিক থেকে থ্রো-ইন থেকে বল জালে জড়ানোর আগে ওড়িশার তিন ডিফেন্ডারকে কাটিয়ে ইতিহাস রচনা করেন বিষ্ণু পিভি। ঘড়ির কাঁটায় মাত্র ৩২ সেকেন্ডে তাঁর গোলে লোবেরা হতবাক হয়ে যায়। এদিকে, বিষ্ণুর উচ্ছ্বাসের সীমা ছিল না আইএসএলে পঞ্চম দ্রুততম এবং এই মরসুমে দ্রুততম গোলদাতা হয়ে। Paul Pogba Banned: ডোপিংয়ের দায়ে চার বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ ফরাসি তারকা পল পগবা
ওড়িশা প্রথম দিকে নিজেরা গোলের কোনো সুযোগ না পেলে ৪০ মিনিটে ডি-বক্সের ভেতর দিয়েগো মরিসিওকে ফাউল করলে ইস্টবেঙ্গল নিজেরাই কলিঙ্গ ওয়ারিয়র্সের জন্য ম্যাচে ফেরার পথ দেখায়, সেইসময় পেনাল্টি দিতে দ্বিধা করেননি রেফারি। প্রভসুখন সিং গিলকে কাটিয়ে স্পট কিকে ব্রাজিলিয়ান তারকা গোল করলে লোবেরার দল ফের খেলায় ফিরে আসে। বিরতির পর কুয়াদ্রাত বুঝতে পারেন মোমেন্টাম পুরোপুরি ওড়িশার দিকে চলে গেছে এবং তিনি নওরেম মহেশ সিং এবং সৌভিক চক্রবর্তীকে আক্রমণে আনলেও কিছু করতে পারেনি তারা। ৫০ মিনিটে ক্লিটন সিলভার গোলের চেষ্টা পুরোপুরি ব্যর্থ হলে ১০ মিনিট পর কর্নার থেকে প্রিন্সটনের গোলে এগিয়ে যায় ওড়িশা। গতকাল ইস্টবেঙ্গলের যথেষ্ট প্রচেষ্টার পরও আইএসএলে ভাগ্য পরিবর্তন হয়নি এবং শেষ পর্যন্ত কলকাতার জায়ান্টরা মরসুমে তাদের সপ্তম পরাজয় পায়।
দেখুন ভিডিও হাইলাইটস