আজ ৮ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের (East Bengal) মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United)। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) ম্যাচটি অনুষ্ঠিত হবে। পাঁচ ম্যাচ হেরে লিগ টেবিলের তলানিতে রয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড। সেই কারণে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে সর্বাঙ্গীণ জয়ের সুবর্ণ সুযোগ। টুর্নামেন্টের বাইরে থাকলেও স্টিফেন কনস্টানটাইনের (Stephen Constantine) দল জয়ের সাথে নিজেদের অভিযান শেষ করতে মুখিয়ে থাকবে। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়ে বুধবার প্রবল ফেভারিট হয়ে উঠেছে তারা। ক্লিটন সিলভা (Cleiton Silva) হয়ে উঠতে পারেন ইস্টবেঙ্গলের জয়ের মূল চাবিকাঠি।
𝗠𝗔𝗧𝗖𝗛𝗗𝗔𝗬 🔴🟡
We’ll host the Highlanders in our penultimate #HeroISL home fixture this evening! ✊
মল্লিক ঘাটের ফুলের সুবাসের মতো আজ লাল-হলুদে সুবাসিত হয়ে উঠুক যুবভারতী #JoyEastBengal #EBFCNEU #আমাগোমশাল #EastBengalFC #IndianFootball #LetsFootball pic.twitter.com/jhLBbDK3H2— East Bengal FC (@eastbengal_fc) February 8, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড?
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড?
ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেডের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।