EB Beat IAF FT (Photo Credit: X@thedurandcup)

রবিবাসরীয় সন্ধ্যায় ডুরান্ড কাপের নিয়মরক্ষার ম্যাচে এয়ারফোর্সকে হারিয়ে গ্রুপ বি এর শীর্ষস্থানে থাকা ছিল ইস্টবেঙ্গলের একমাত্র লক্ষ্য। কিশোরভারতী স্টেডিয়ামে সেই লক্ষ্য সফল করে ৬-১ ব্যবধানে জয়ী হলেন অস্কার ব্রুজোর ছেলেরা। যদিও যে পরিমাণ গোলের সুযোগ ফুটবলাররা প্রথমার্ধে নষ্ট করলেন, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে ইস্টবেঙ্গল কোচের।

খেলার প্রথমার্ধে আক্রমণে তেড়েফুড়ে নামে লাল-হলুদ ব্রিগেড। জোড়া কর্ণার থেকে ইস্টবেঙ্গলের জোড়া গোলের সুযোগ প্রতিহত করেন  এয়ারফোর্স গোলকিপার শিবিন রাজ। তবে  ৬ মিনিটে হামিদ আহদাদের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এর পরের ১০ মিনিটে চলে গোল মিসের মহড়া। গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন লাল-হলুদ ফুটবলাররা। খেলার ১৬ মিনিটের মাথায় গোলকিপারকে কাটিয়ে দৃষ্টিনন্দন গোল করেন বিপিন সিং। প্রথমার্ধের শেষে আমন খানের গোলে ব্যবধান কমায় এয়ারফোর্স। প্রথমার্ধ শেষ হয় ইস্টবেঙ্গলের পক্ষে ২-১ অবস্থায়।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে আনোয়ার আলির হেডে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। ৬৭ মিনিটে দূরপাল্লার শটে ইস্টবেঙ্গলের হয়ে চতুর্থ গোল করেন পরিবর্ত হিসেবে নামা বাসিম রশিদ। ৮৪ মিনিটে ক্রেসপো ৫-১ গোলে এগিয়ে দেন মশাল বাহিনীকে। ম্যাচের অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ষষ্ঠ গোল করেন ডেভিড।

আধিপত্য বজায় রেখে ভারতীয় বিমান বাহিনীকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

ডুরান্ডে লিগ পর্যায়ের ম্যাচগুলিতে সব মিলিয়ে ১২ গোল করে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে কোয়ার্টার ফাইনালে নামবেন অস্কার ব্রুজোর ছেলেরা।