নয় ম্যাচের মধ্যে অষ্টম জয়ের লক্ষ্যে শুক্রবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) মুখোমুখি হবে ওড়িশা এফসি (Odisha FC)। এদিকে যেমন ওড়িশা এফসি দারুণ খেলে বেশ আলোচনায় রয়েছে তেমনি গত কয়েক সপ্তাহে কিছুটা উন্নতি করেছে কার্লেস কুয়াড্রাটের (Carles Cuadrart) ইস্টবেঙ্গল। কলকাতায় নর্থইস্ট ইউনাইটেডকে (NorthEast United) ৫-০ গোলে হারিয়ে টানা চার ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ে লাল-হলুদ ব্রিগেড। ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও ইস্টবেঙ্গলের নিজের আক্রমণাত্মক দিকে বিশেষ নজর দেওয়া দরকার। একই সঙ্গে ওড়িশা এফসির বিরুদ্ধে আজকের জয় তিন পয়েন্টের সঙ্গে তাদের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে নিয়ে যেতে পারে। অন্যদিকে, আইএসএলে দারুণ ফর্মের সঙ্গে এএফসি প্রতিযোগিতায় নকআউট পর্বে উন্নীত হওয়া একমাত্র ভারতীয় দল হিসেবে নিজেদের সেরা প্রমাণ করেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতলে পয়েন্টের নিরিখে লিগের শীর্ষে থাকা এফসি গোয়া ও কেরল ব্লাস্টার্স এফসির সমান হয়ে যাবে। Mohun Bagan vs Mumbai Highlights: মুম্বইয়ের বিপক্ষে মোহনবাগানের মরসুমের প্রথম হারে ৭টি লাল, ১১টি হলুদ কার্ড; দেখুন ভিডিও হাইলাইটস
Always 𝐓𝐎𝐆𝐄𝐓𝐇𝐄𝐑! 🫡
𝐋𝐄𝐀𝐃 𝐔𝐒, #AmagoFans! ❤️💛
Watch #EBFCOFC live on Sports18, VH1, DD Bangla, Colors Bangla & JioCinema. 📺#JoyEastBengal #EastBengalFC #ISL10 #LetsFootball pic.twitter.com/eMZpCJJqik
— East Bengal FC (@eastbengal_fc) December 22, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
২২ ডিসেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium, Kolkata) আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৮ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।