এবারের ইন্ডিয়ান সুপার লিগে হায়দরাবাদ এফসি (Hyderabad FC) অন্যতম সেরা দল হিসেবে উঠে এসেছে। চলতি মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে সবচেয়ে কম গোল হজম করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শুক্রবার ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে নামলেই নিজেদের দুরন্ত খেলা এগিয়ে নিয়ে যেতে চাইবে হায়দরাবাদ। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে (Vivekananda Yuba Bharati Krirangan) ইস্টবেঙ্গল-হায়দরাবাদ এফসি ম্যাচ। শেষ ম্যাচে চেন্নাইয়িন এফসি-র (Chennaiyin FC) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পরেই মাঠে নামবে মানোলো মার্কেজের (Manolo Marquez) দল। দ্বিতীয় স্থানে থাকা হায়দরাবাদ এফসি-র পয়েন্ট এখন ৩২। এদিকে, ইস্টবেঙ্গল শেষ দু'টো ম্যাচে জয়ের মুখ দেখেনি। ইন্ডিয়ান সুপার লিগে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে তারা।
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ?
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসির ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ?
ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
@HydFCOfficial the reigning champions, have safeguarded their goal with utmost efficiency. Can @eastbengal_fc breach their defense? #HeroISL #LetsFootball #EBFCHFC pic.twitter.com/8N6mV3UrnH
— Star Sports Football (@StarFootball) January 20, 2023