ভারতের ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের সিজন ওপেনিং টুর্নামেন্ট ডুরান্ড কাপ ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Armed forces) আয়োজনে ডুরান্ড কাপ প্রথম ১৮৮৮ সালে শিমলায় অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ১৩২তম ডুরান্ড কাপ ২০২৩-এ ২৪টি দল খেলছে। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ এবং সশস্ত্র বাহিনীর দল রয়েছে। চলতি মরসুমে নেপাল ও বাংলাদেশ থেকে সেনাবাহিনীর দল অন্তর্ভুক্ত করা হয়েছে। 132nd Edition Of Durand Cup: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ভারত সেরা আট দল, আবার কি ডার্বি দেখতে পাবে ফুটবল প্রেমীরা?
আজ ২০২৩ ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ভারতীয় সেনা ফুটবল দলের মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি। দু'দলই এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় অপরাজিত, নিজেদের গ্রুপে দু'টি জয় ও দু'টি পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। দ্বিতীয়বারের মতো এই ঐতিহাসিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন হাইল্যান্ডাররা। নর্থইস্ট ইউনাইটেডের গ্রুপ ডিতে মরসুম শুরু হয় শিলং লাজংয়ের বিরুদ্ধে ৪-০ গোলে জয় দিয়ে, যেখানে পার্থিব গগৈ তার প্রথম সিনিয়র হ্যাটট্রিক করেছেন। এরপর হুয়ান পেদ্রো বেনালির দল ইন্ডিয়ান সুপার লিগের দল এফসি গোয়ার মুখোমুখি হয়ে, শেষ পর্যন্ত ড্র করে। অন্যদিকে, ভারতীয় সেনা এফটি গ্রুপ পর্বে সাত পয়েন্ট পেয়েছে, বোড়োল্যান্ড এফসি, ওড়িশা এফসিকে হারিয়ে, গ্রুপ এফ-এ রাজস্থান ইউনাইটেডকে ড্র করে।
𝐁𝐈𝐆 𝐃𝐀𝐘 for the Highlanders ⚔️
Time to take another step towards the 🏆
Our preview 👉 https://t.co/YH95JBZ1X2
#IAFTNEUFC #132ndEditionofDurandCup #IndianOilDurandCup #NEUFC #StrongerAsOne #8States1United pic.twitter.com/16KxqMe5xA
— NorthEast United FC (@NEUtdFC) August 24, 2023
কবে, কোথায় আয়োজিত হবে নর্থইস্ট ইউনাইটেড বনাম ভারতীয় সেনা এফটি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ?
২৪ আগস্ট গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে (Indira Gandhi Athletic Stadium, Guwahati) ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড ও ভারতীয় সেনা এফটি।
কখন থেকে শুরু হবে নর্থইস্ট ইউনাইটেড বনাম ভারতীয় সেনা এফটি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ?
নর্থইস্ট ইউনাইটেড বনাম ভারতীয় সেনা এফটি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন নর্থইস্ট ইউনাইটেড বনাম ভারতীয় সেনা এফটি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ
সরাসরি টিভিতে নর্থইস্ট ইউনাইটেড বনাম ভারতীয় সেনা এফটি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নর্থইস্ট ইউনাইটেড বনাম ভারতীয় সেনা এফটি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ
নর্থইস্ট ইউনাইটেড বনাম ভারতীয় সেনা এফটি, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।