শনিবার ১৫ এপ্রিল মুখোমুখি হবে চার্চিল ব্রাদার্স ও চেন্নাইয়িন এফসি। হিরো সুপার কাপের গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে হবে মঞ্জেরির পায়য়ানাদ স্টেডিয়ামে (Payyanad Stadium, Manjeri)। দুই ক্লাবই ফর্মে থাকা দলকে চমকে দেওয়ার চেষ্টা করবে। দুই ক্লাবই জয়ের আশায় থাকবে, কারণ হিরো সুপার কাপে জিতলে এফসি কাপে জায়গা নিশ্চিত করার সুযোগ পাবে তারা। মুম্বই সিটির কাছে ১-২ গোলে হারের পর হিরো ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্সের এবার ঘুরে দাঁড়ানোর পালা। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়ে আসছে চেন্নাই। মারিনা মাচান্সের হয়ে চার গোল করেন রহিম আলী, এডউইন সিডনি ভ্যানসপলে ও জুলিয়াস ডুকার। হাইল্যান্ডার্সের হয়ে গোল দুটি আসে রোচারজেলা ও লালদানমাউইয়া রালতের কাছ থেকে।
அதிரடி ஆட்டம் தொடர்கிறது 🔥
We face Churchill Brothers in our second group stage game today. Let’s get the W, Machans! ⚔👊
Watch it live on Sony Sports Network and Fancode 🎥#AllInForChennaiyin #CBCFC #HeroSuperCup pic.twitter.com/8FGNGJ4UWm— Chennaiyin F.C. (@ChennaiyinFC) April 15, 2023
কবে, কোথায় আয়োজিত হবে চার্চিল ব্রাদার্স বনাম চেন্নাইয়িন এফসি, হিরো সুপার কাপ?
মঞ্জেরির পায়য়ানাদ স্টেডিয়ামে (Payyanad Stadium, Manjeri) চার্চিল ব্রাদার্স বনাম চেন্নাইয়িন এফসি, হিরো সুপার কাপের ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে চার্চিল ব্রাদার্স বনাম চেন্নাইয়িন এফসি, হিরো সুপার কাপ?
হিরো সুপার কাপের চার্চিল ব্রাদার্স বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv) এবং FanCode অ্যাপে।