SC East Bengal (Photo Credits: Twitter/SC East Bengal)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) আজ চেন্নাইয়ন এফসি-র বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল (Chennaiyin FC vs SC East Bengal)। ভাস্কোর তিলক ময়দানে এই ম্যাচটি হবে। এখনও পর্যন্ত লিগে জয়ের মুখ দেখতে পায়নি লাল হলুদ শিবির। প্রথম ম্যাচে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র। দ্বিতীয় ম্যাচে কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ০-৩ গোলে হার। তৃতীয় ম্যাচে ওড়িশা এফসি-র কাছে ৪-৬ গোলে হারের লজ্জা। তিনটি ম্যাচে ১০ গোল খেয়েছে এসসি ইস্টবেঙ্গল। করেছে মাত্র ৫টি। অন্যদিকে, আজকের ম্যাচ চেন্নাইয়ন এফসি-র কাছেও গুরুত্বপূর্ণ। এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া তারা।

চেন্নাইয়ন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি কখন আছে?

চেন্নাইয়ন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ ৩ ডিসেম্বর, শুক্রবার খেলা হবে।

চেন্নাইয়ন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ কোথায় হবে?

চেন্নাইয়ন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ ভাস্কোর তিলক ময়দানে খেলা হবে।

চেন্নাইয়ন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ কখন শুরু হবে?

চেন্নাইয়ন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়।

চেন্নাইয়ন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

চেন্নাইয়ন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।

চেন্নাইয়ন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?

চেন্নাইয়ন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে