![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/130-30.jpg?width=380&height=214)
Chennaiyin FC vs Punjab FC, ISL 2024-25: চেন্নাইয়িন এফসির পরবর্তী ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ (Indian Super League 2024-25) ম্যাচে তারা পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। আজ, ১৫ ফেব্রুয়ারি জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হবে এই লিগ ম্যাচটি। চেন্নাইয়িন এফসি এই মরসুমে ২০টি ম্যাচ শেষে মাত্র ২১ পয়েন্ট পেয়েছে। ভারতীয় শীর্ষ ফুটবল লিগে নিজেদের শেষ পাঁচ ম্যাচে মাত্র একবারই জিতেছে তারা। ২৪ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের ঠিক এক ধাপ উপরে রয়েছে পাঞ্জাব এফসি। প্লে-অফের মঞ্চে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় নিশ্চিত করার আশা থাকবে তাদের। আগের ম্যাচে ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছিল চেন্নাইয়িন এফসি। অন্যদিকে পাঞ্জাব এফসি ১-১ গোলে ড্র করে ওড়িশা এফসির সঙ্গে। চেন্নাইয়িন এফসি আইএসএলে তিনবার পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছে। পাঞ্জাব এফসি দুটি জয় নিয়ে হেড টু হেডে শীর্ষে রয়েছে এবং চেন্নাইয়িন এফসি মাত্র একবার জিতেছে। Odisha FC vs Hyderabad FC Video Highlights: হায়দরাবাদকে উড়িয়ে এখনও বাকি ওড়িশার প্লে-অফের আশা, দেখুন ভিডিও হাইলাইটস
চেন্নাইয়িন এফসি বনাম পাঞ্জাব এফসি
Against the 𝐒𝐡𝐞𝐫𝐬 at the Marina Arena 💪🏟️
Link ➡️ https://t.co/GrrEZQitKm#AllInForChennaiyin #CFCPFC | @bookmyshow pic.twitter.com/Yw72mdCGT1
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) February 15, 2025
চেন্নাইয়িন এফসি বনাম পাঞ্জাব এফসি সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম পাঞ্জাব এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
১৫ ফেব্রুয়ারি জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium) আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম পাঞ্জাব এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম পাঞ্জাব এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
চেন্নাইয়িন এফসি বনাম পাঞ্জাব এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম পাঞ্জাব এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে চেন্নাইয়িন এফসি বনাম পাঞ্জাব এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম পাঞ্জাব এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
চেন্নাইয়িন এফসি বনাম পাঞ্জাব এফসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।