চলতি ২০২৩-২৪ আইএসএলে (ISL 2023-24) ওড়িশা এফসি (Odisha FC) আজ, রবিবার ৩ মার্চ চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) মুখোমুখি হবে। অক্টোবরের শেষ থেকে ওড়িশা এফসি লিগে অপরাজিত থাকলেও চেন্নাইয়িন এফসি তাদের শেষ চারটি ম্যাচের তিনটিতে হেরেছে। ফলে ১৫ পয়েন্ট নিয়ে আপাতত ১১তম স্থানে রয়েছে তারা। তবে দুই ম্যাচ হাতে রেখে ষষ্ঠ স্থানে থাকা বেঙ্গালুরু এফসির থেকে ৬ পয়েন্টের মধ্যেই রয়েছে তারা। তাই প্লে-অফে ওঠার আশায় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে আসন্ন ম্যাচের পাশাপাশি আজকের ম্যাচের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। এদিকে, ওড়িশা এফসি থামার কোনও লক্ষণই দেখায়নি কারণ তারা বর্তমানে পাঁচটি লিগ ম্যাচ বাকি রেখে স্ট্যান্ডিংয়ের শীর্ষে রয়েছে। তবে মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান এসজি উভয়ই দলই মুখিয়ে আছে সেই জায়গা নেওয়ার। ওড়িশা এফসি বস সার্জিও লোবেরা এই মরসুমে রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিও এবং আহমেদ জাহুহের উপর নির্ভর করেছে। শেষবার ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ২-০ গোলে জেতে তারা। ISL Points Table 2023-24: পঞ্জাবকে হারাল মুম্বই সিটি, কেরালার বিপক্ষে জয় বেঙ্গালুরুর; জানুন পয়েন্ট টেবিল
The Juggernauts visit Chennai seeking to extend their lead at the 🔝 of the #ISL10 table.
Who'll prevail in #CFCOFC? 🤔 Watch LIVE on #JioCinema, #Sports18 & #Vh1 ✨#ISL10 #ISL #ISLonJioCinema #ISLonSports18 #ISLonVh1 #JioCinemaSports pic.twitter.com/J2FrKNJiiO
— Sports18 (@Sports18) March 3, 2024
কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
৩ মার্চ চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Chennai) আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ?
চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি টিভিতে চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩-২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।