Odisha FC (Photo Credits: Twitter/@OdishaFC)

শনিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021-22) মুখোমুখি হবে চেন্নাইয়ন এফসি ও ওড়িশা এফসি (Chennaiyin FC vs Odisha FC)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়াম হবে এই ম্যাচ। এই মরসুমে দুরন্ত ছন্দে রয়েছে চেন্নাই। তবে, গত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তাদের হারতে হয়েছে। বোয়দার ব্যান্ডোভিচের দল পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। শনিবার একটি জয় তাদের তৃতীয় স্থানে নিয়ে যেতে পারে।

অন্যদিকে, ওড়িশা এফসি নিজদের আরও মেলে ধরতে চাইবে। আরিদাই ক্যাব্রেরা, জাভি হার্নান্দেজের মতো খেলোয়াড়দের উপস্থিতি দলকে অনেকটাই শক্তি জোগাচ্ছে। লিগ টেবিলে চেন্নাইয়ের থেকে এক ধাপ উপরে চতুর্থ স্থানে রয়েছে ওড়িশা। আরও পড়ুন: Sachin Tendulkar Thanks Traffic Cop: 'এমন মানুষদের জন্যই পৃথিবীটা সুন্দর', কার উদ্দেশে একথা বললেন সচিন তেন্ডুলকর

দুই দলের সম্ভাব্য একাদশ:

চেন্নাইয়ন এফসি: বিশাল কাইথ (জিকে), রিগান সিং, স্লাভকো দামজানোভিচ, নারায়ণ দাস, জেরি লালরিনজুয়ালা, এরিয়েল বোরিসিউক, লালিয়ানজুয়ালা ছাংতে, ভ্লাদিমির কোমান, অনিরুধ থাপা (সি), এডউইন ভ্যান্সপল এবং লুকাস জিকিউইচ।

ওড়িশা এফসি: কমলজিৎ সিং (জিকে), হেন্ড্রি অ্যান্টোনে, হেক্টর রামিরেজ, ভিক্টর মঙ্গিল, লালরুয়াথারা, পল রামফাংজাউভা, ভিনিত রাই (সি), আইজ্যাক ছাকছুয়াক, জেরি মাভিহিংথাঙ্গা, আরিদাই সুয়ারেজ, জোনাথাস ক্রিস্টিয়ান।

পরিসংখ্যান: দুই দল এর আগে ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ১টি করে ম্যাচ জিতেছে দুই দলই। বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।