Jason Cummings (Photo Credit: Mohun Bagan SG/ X)

আজ শনিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান এসজির মুখোমুখি হবে চেন্নাইয়ান এফসি। জুয়ান ফেরান্ডোর (Juan Ferrando) তত্ত্বাবধানে ২০২৩-২৪ আইএসএল অভিযানের শুরুটা স্বপ্নের মতো হয়েছে মোহনবাগানের। প্রথম দু'টি ম্যাচ জিতে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে মোহনবাগান। পঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারানোর পর বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারায় তারা। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে মোহনবাগানের হয়ে ম্যাচ জেতানো গোলটি করেন হুগো বোউমাস। সামনের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধেও সেই ধারাবাহিকতা বজায় রাখার আশায় মাঠে নামবে তারা।

অন্যদিকে, আইএসএল মরসুমে চেন্নাইয়িন এফসির শুরুটা বেশ খারাপ। ওড়িশা এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে হারের মুখ দেখতে হয়েছে তাঁদের। প্রধান কোচ ওয়েন কোয়েলের (Owen Coyle) জন্য উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করেছে কারণ মারিনা মাচান্সরা সেভাবে গোল করার সুযোগ খুঁজে পাচ্ছে না। গোলের অভাব চেন্নাইয়ানের জন্য একটা বিব্রতকর লক্ষণ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে এই সমস্যাগুলির দ্রুত সমাধান করতে হবে তাঁদের। FC Goa vs Odisha FC, ISL 2023 Live Streaming: এফসি গোয়া বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ?

৭ অক্টোবর চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Chennai) আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজির ম্যাচ।

কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ?

চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম মোহনবাগান এসজি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।