আজ শনিবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল ২০২৩-২৪-এর দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ওড়িশা এফসি। কার্লোস মার্টিনেজের (Carlos Martinez) একমাত্র গোলে পঞ্জাব এফসিকে ১-০ গোলে হারিয়ে অভিযান শুরু করে গোয়া। যদিও তাদের ফলাফলে জয় আসে তবে মানোলো মার্কেজ (Manolo Marquez) তার নতুন ক্লাবের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না। এখন তাদের দ্রুত তাদের মনোযোগ সরাতে হবে এবং ওড়িশার বিরুদ্ধে কঠিন পরীক্ষায় জয়লাভ করতে হবে। অন্যদিকে, চেন্নাইয়িন এফসিকে ২-০ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু করে ওড়িশা এফসি। তবে আগের ম্যাচে শিল্ড জয়ী মুম্বই সিটি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। লোবেরার আজ লক্ষ্য হবে জয়ের পথে ফিরে আসা। তবে ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশা এফসির বিরুদ্ধে স্পষ্ট জয় পেয়েছে গৌড়রা। চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষবার দুই দল ১-১ গোলে ড্র করে। Punjab FC vs Northeast United FC Result: রোমাঞ্চকর ১-১ ড্রয়ে গোল পার্থিব গগৈ, মেলরয় আসিসির (দেখুন ভিডিও)
🔊 𝐅𝐀𝐓𝐎𝐑𝐃𝐀 𝐂𝐀𝐋𝐋𝐈𝐍𝐆 🏠🟠
We take on the Kalinga Warriors today! Lets make it an evening to remember 💪#IndianSuperLeague #FCGOFC pic.twitter.com/fE4TeBCILW
— FC Goa (@FCGoaOfficial) October 7, 2023
কবে, কোথায় আয়োজিত হবে এফসি গোয়া বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
৭ অক্টোবর গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium, Goa) আয়োজিত হবে এফসি গোয়া বনাম ওড়িশা এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে এফসি গোয়া বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
এফসি গোয়া বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন এফসি গোয়া বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে এফসি গোয়া বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন এফসি গোয়া বনাম ওড়িশা এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।