Chennaiyin F.C. (Photo Credit: @ChennaiyinFC/ Twitter)

ভারতের ঘরোয়া ফুটবল ক্যালেন্ডারের সিজন ওপেনিং টুর্নামেন্ট ডুরান্ড কাপ পশ্চিমবঙ্গ ও অসমে ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Armed forces) আয়োজনে ডুরান্ড কাপ প্রথম ১৮৮৮ সালে শিমলায় অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। ১৩২তম ডুরান্ড কাপ ২০২৩-এ ২৪টি দল খেলছে। এই প্রতিযোগিতায় ইন্ডিয়ান সুপার লিগ, আই লিগ এবং সশস্ত্র বাহিনীর দল রয়েছে। চলতি মরসুমে নেপাল ও বাংলাদেশ থেকে সেনাবাহিনীর দল অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ১০ আগস্ট ডুরান্ড কাপের ৮ নম্বর দিনে মাঠে নামবে চেন্নাইয়িন এফসি এবং হায়দরাবাদ এফসি। ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দিল্লি এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে গ্রুপ 'ই'-র দ্বিতীয় স্থানে উঠে এসেছে হায়দরাবাদ। অন্যদিকে, চেন্নাইয়ের হয়ে সবার নজর থাকবে অস্ট্রেলিয়ার স্ট্রাইকার জর্ডন মারের দিকে। মারিনা মাচান্স দলে মারের পাশাপাশি রয়েছেন ভারতীয় দলের স্ট্রাইকার রহিম আলি, ভিন্সি ব্যারেটো এবং ফারুক চৌধুরি। India Beat Pakistan: এশিয়ান চ্যাম্পিয়ানস ট্রফিতে ভারত পাকিস্তানকে হারাতেই গোটা স্টেডিয়াম গাইছে 'বন্দেমাতরম', অপূর্ব ভিডিয়ো

কবে, কোথায় আয়োজিত হবে চেন্নাইয়িন এফসি বনাম হায়দরাবাদ এফসি, ডুরান্ড কাপের ম্যাচ?

১০ আগস্ট গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে (Indira Gandhi Athletic Stadium, Guwahati) ডুরান্ড কাপের ম্যাচে মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসি ও হায়দরাবাদ এফসি।

কখন থেকে শুরু হবে চেন্নাইয়িন এফসি বনাম হায়দরাবাদ এফসি, ডুরান্ড কাপের ম্যাচ?

ডুরান্ড কাপের চেন্নাইয়িন এফসি বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম হায়দরাবাদ এফসি, ডুরান্ড কাপের ম্যাচ

সরাসরি টিভিতে চেন্নাইয়িন এফসি বনাম হায়দরাবাদ এফসি, ডুরান্ড কাপের ম্যাচ দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চেন্নাইয়িন এফসি বনাম হায়দরাবাদ এফসি, ডুরান্ড কাপের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।