CFL 2025-26 Group Division (Photo Credit: FB)

নতুন মরশুমের সূচনাতেই ঘোষণা হয়ে গেল আই এফ এ পরিচালিত কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের (Calcutta Football League 2025-26)।গত ২০২৪-২৫ মরশুমে কে চ্যাম্পিয়ন হবে কলকাতা লিগে তা নিয়ে চলছে জল্পনা। এই নিয়ে জলঘোলা হওয়ায়, এখনও জানা যায়নি বিজয়ীর নাম। তবে এর মধ্যেই ঘোষণা হয়ে গেল ২০২৫-২৬ সালের কলকাতা লিগের গ্রুপবিন্যাস (Group Division Announced)। গতবারের ফরম্যাটেই আয়োজিত হবে কলকাতা ফুটবল লিগ। ২০২৫-২৬ মরশুমে অংশ নিচ্ছে মোট ২৬টি দল। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। অর্থাৎ, প্রতিটি গ্রুপে রয়েছে ১৩টি করে দল। দুটি গ্রুপেরই সেরা ৩টি দল পৌঁছবে সুপার সিক্সে।১৩ রাউন্ডের যে ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে সেখানে খেলা কবে এবং কোন মাঠে তা অবশ্য জানানো হয়নি। লিগের প্রথম খেলার সম্ভাব্য দিন ২৫ জুন।

গত মরশুমে কলকাতা লিগের প্রথম দুইয়ে ছিল যথাক্রমে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি। তাই লটারির নিয়ম অনুযায়ী গ্রুপ ‘A’-তে জায়গা পেয়েছে ইস্টবেঙ্গল। গত মরশুমে দ্বিতীয় স্থানে থাকায় গ্রুপ ‘B’-তে জায়গা পেয়েছে ডায়মন্ড হারবার। কিন্তু লটারিতে সকলকে হতবাক করে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল-এর সঙ্গে এক গ্রুপে ।মোট ২৬ টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে ১৩ টি দল। বি গ্রুপে রয়েছে - মহমেডান স্পোর্টিং ক্লাব।

প্রতি বছর আই এফ এ দফতরে এই ঘোষণা করা হয়। সেই অর্থে অভিনব হল কলকাতা রোয়িং ক্লাবে লটারির মাধ্যমে জমকালো সাংবাদিক সম্মেলনে তা ঘোষণা করা হয়েছে। এই বছর প্রাক্তন ফুটবলারদের মাধ্যমেই লটারি করা হয়েছে। এরপর একের পর এক নাম লটারি তে কুপন মাধ্যমে তোলার পর তাই ঘোষণা করা হয়েছে। এই ভাস্কর গাঙ্গুলি, জামশেদ নাসিরি, প্রশান্ত ব্যানার্জি, অলোক মুখার্জি, অমিত ভদ্র, রহিম নবি, সুব্রত পাল, মেহতাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন এবং লটারি পর্বে যোগদান করেন। বাংলার কোচ সঞ্জয় সেন ছাড়াও অজিত ব্যানার্জি, অনির্বাণ দত্ত, স্বপন ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন ।তাঁদের হাত দিয়ে ঘোষণা করা হতে থাকে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’ এর সমস্ত দলগুলির নাম।

গ্রুপ ‘এ’

মোহন-ইস্টের সঙ্গে একই গ্রুপে রয়েছে মেসার্স ক্লাব, কালিঘাট স্পোর্টস লাভার্স, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস স্পোর্টিং ক্লাব, জর্জ টেলিগ্ৰাফ, ক্যালকাটা কাস্টমস, কালিঘাট এমএস, পাঠচক্র, আর্মি রেড, এবং পুলিশ এফসি

গ্ৰুপ ‘বি’

কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে গ্ৰুপ ‘বি তে রয়েছে ডায়মন্ড হারবার এফসি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, কলকাতা পুলিশ, উয়াড়ি অ্যাথলেটিক, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ভবানীপুর ক্লাব, আসুস রেনবো এফসি, এরিয়ান ক্লাব, খিদিরপুর এফসি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সার্দান সমিতি এবং পিয়ারলেস এফসি।

বলাবাহুল্য, এই নয়া ফুটবল মরসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার ডিভিশন লিগ খেলতে আসছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। তাঁদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে সকলের।