বিশ্বকাপের বাছাই পর্বের ব্যস্ততা শেষ। শুরু হয়ে গেছে বিশ্বকাপের মূল পর্বের জন্য প্রস্তুত হওয়ার পালা। সেই লক্ষ্যে সামনে রয়েছে দুটি প্রীতি ম্যাচ। এর জন্য বুধবার রাতে দল ঘোষণা করেছেন ব্রাজির কোচ কার্লো আনচেলত্তি। দলে ফিরেছেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। এই মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফর করবে ব্রাজিল। আগামী ১০ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর তিন দিন পর জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচ দুটির জন্য বুধবার রাতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন নেই দলে। লিভারপুল ম্যাচে আহত হওয়ার জন্য তিনি এই দলের সুযোগ পাননি। চোটের জন্য নেই বার্সিলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়াও। সেইসঙ্গে নতুন করে চোট পাওয়ায় দীর্ঘ হয়েছে নেইমারের দলে ফিরে আসার ব্যাপারটা।
🚨NEW: Vini Jr., Rodrygo, Éder Militão all will be called up for Brazil by . @TNTSportsBR pic.twitter.com/QCkjNTcC1z
— Madrid Zone (@theMadridZone) October 1, 2025
দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ব্রাজিল দল :
গোলরক্ষক: বেনেডিক্ট, এদেরসন, উগো সোসাl
ডিফেন্ডার: কাইয়ো এনরিকে, কার্লোস আউগুস্তো, দগলাস সান্তোস, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, বেরাল্দো, ভান্দেরসন, ওয়েজলিl
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগো জেসুস, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রিশার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়রl