আজ ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ও পঞ্জাব এফসি। শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড বেঙ্গালুরুর বিপক্ষে ১-১ গোলে ড্র করে। দলের তারকা ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri) গোল করে দলকে এগিয়ে দিলেও আলেক্সান্ডার জোভানোভিচের (Alexander Jovanovic) আত্মঘাতী গোলের ফলে তাদের এক পয়েন্টে সন্তুষ্ট থাকতে হয়েছে। এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে, আই লিগ থেকে সদ্য প্রোমোট হওয়া পঞ্জাব এফসির শুরুটা খুবই খারাপ হয়েছে। সাতটি ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় পায়নি তারা। তিনটি ড্র এবং চারটিতে হেরেছে তারা। শুধু তাই নয় চেন্নাইয়িন এফসির পরে এই লিগে দ্বিতীয় সর্বোচ্চ মোট ১৩টি গোল হজম করেছে তারা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তলানির শেষ দল পঞ্জাব। Gujarat Giants vs India Capitals, LLC Live Streaming: গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩; সরাসরি দেখবেন যেখানে
Bngaluur, it’s Mtchadya! 🔥
To mark World Disability Day, the Blues’ Social Media graphics through the course of the day will feature deliberate modifications to raise awareness about what it is like to live with a learning or reading disorder. 📖
Several young men and women… pic.twitter.com/nC0azJ3503— Bengaluru FC (@bengalurufc) November 30, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
৩০ নভেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium in Bengaluru) আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম পঞ্জাব এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
বেঙ্গালুরু এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে বেঙ্গালুরু এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।