শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে টানা চার ম্যাচ জয়ের নজির গড়ল ওড়িশা এফসি (Odisha FC)। ওড়িশা এফসি-র স্ট্রাইকার দিয়েগো মাউরিসিও (Diego Mauricio) গোল করে দলকে জয় এনে দেন। জোসেপ গোম্বাউয়ের (Josep Gombau) দল এখন সেই ছন্দ ধরে রাখতেই মাঠে নামছে। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে জোসেপ গোম্বাউয়ের দল। আজ বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) ওড়িশা এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু। গত বছর অক্টোবরে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল দু'দল। ২২ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে ওড়িশা এফসি। অন্যদিকে, শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে (NorthEast United FC) ১-২ গোলে হারাল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)।
কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম ওড়িশা এফসি?
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) বেঙ্গালুরু এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে বেঙ্গালুরু এফসি বনাম ওড়িশা এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি বনাম ওড়িশা এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
We’re in for a mid-table clash, as the 5th-placed @BengaluruFC lock horns with 8th-placed @OdishaFC ⚔️
Tune-in, today, 5:30 PM, on?the Star Sports network and Disney+Hotstar. #HeroISL #LetsFootball #BFCOFC pic.twitter.com/z0pwhpyf5C
— Star Sports Football (@StarFootball) January 14, 2023