শুক্রবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium,Bangalore) ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ও কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। পয়েন্ট টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দুই দলের মধ্যে এই লড়াই। বেঙ্গালুরুর দারুণ ফিনিশ তাদের এই ম্যাচের জন্য ঘরের মাঠে সবথেকে গুরুত্বপূর্ণ সুবিধা এনে দিয়েছে। ৭ মার্চ থেকে শুরু হওয়া দু'টি লেগ-এর সেমিফাইনালে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলবেন জয়ী। অন্যদিকে বেঙ্গালুরু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে জায়গা করে নেয়, ২০২৩ সালে তারা আটটি ম্যাচের সবকটিতেই জিতেছিল। এদিকে, ব্লাস্টার্স এর চেয়ে অনেক ভালো খেলতে পারত, কিন্তু তাদের শেষ তিন ম্যাচে পরাজয় তাদের আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করেছে।
We’re set for the showdown in Bengaluru! 🏟️
BFC and KBFC are set to face-off in the first knock-out match of #HeroISL 22-23.
Catch the LIVE action, today 7 PM, on📺Star Sports Network and Disney+Hotstar.#HeroISL #LetsFootball #BFCKBFC pic.twitter.com/uut5U26TuQ— Star Sports Football (@StarFootball) March 3, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স?
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium,Bangalore) বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্স?
ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।