Jamshedpur FC vs Bengaluru FC (Photo Credit: Jamshedpur FC and Bengaluru FC/ Twitter)

শনিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) জামশেদপুর এফসি-র (Jamshedpur FC) মুখোমুখি হবে বেঙ্গালুরু। চলতি ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ৭ পয়েন্টে রয়েছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। কেরল ব্লাস্টারের (Kerala Blaster) বিরুদ্ধে শেষ ম্যাচে ৩-২ গোলে হেরেছে তারা। ২০২২-২৩ আইএসএল মরশুমে মাত্র দু'টি জয়ের সুবাদে এই মুহূর্তে তালিকার নবম স্থানে রয়েছে তারা। এবারের ইন্ডিয়ান সুপার লিগে ৯ ম্যাচে জামশেদপুর এফসি মাত্র ৪ পয়েন্টে রয়েছে। গত ৩০ অক্টোবর নর্থইস্ট ইউনাইটেডের (NorthEast United) বিপক্ষে তাদের একমাত্র জয়। ফলে এই মুহূর্তে দু'পক্ষের মধ্যে যে টানাপড়েন চলছে তা স্পষ্ট। তারা জয়ের পথে ফিরে যেতে এবং টেবিলের শীর্ষ অর্ধেকের দিকে উঠতে মরিয়া হয়ে উঠবে।

কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি ম্যাচ? 

আজ ১৭ ডিসেম্বর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium) মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি-জামশেদপুর এফসি ।

কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি ম্যাচ?

ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।