মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) হয়ে ইন্ডিয়ান সুপার লিগের চলতি মরশুমটা দারুণ কেটেছে। ১৩ ম্যাচ খেলার পর এখনও হারের মুখ দেখেনি তাঁরা। ৩৩ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। ইন্ডিয়ান সুপার লিগে আজ কলকাতার জায়ান্ট এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে মাঠে নামতে চলেছে দেস বাকিংহামের (Des Buckingham) দল। তাই তাদের অপরাজিত অভিযানকে ১৪ ম্যাচ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি ম্যাচটি হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan)। শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৪-০ গোলে হারায় মুম্বই সিটি এফসি। অন্যদিকে এটিকে মোহনবাগান পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। শেষ ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে ২-১ গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে হুয়ান ফেরান্ডোর (Juan Ferrando) দল।
কবে, কোথায় আয়োজিত হবে এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি?
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসির ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি?
ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
#TheMariners or #TheIslanders - who will prevail in this power-packed clash?
Tune-in, tonight 7:00 PM, on?the Star Sports network and Disney+Hotstar. pic.twitter.com/48jOs7hGKN
— Star Sports Football (@StarFootball) January 14, 2023