কলকাতা, ১০ জুলাই: কোটি কোটি মোহনবাগান সমর্থকদের আবেগকে গুরুত্ব দিয়ে চিরাচরিত সবুজ-মেরুন জার্সিতেই (Green And Maroon Jersey) মাঠে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আজ এটিকে ও মোহনবাগানের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। শুক্রবারবা মোহনগান-এটিকে (ATK-Mohun Bagan) কর্তাদের প্রথম ভারচুয়াল বোর্ড মিটিং হয়। সেই বৈঠকেই জার্সির রং নিয়ে সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের পরিচালনা পর্ষদ আজ বৈঠক করে এবং সর্বসম্মতভাবে সবুজ ও মেরুন জার্সি ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। যা মোহনবাগানের ১৩১ বছরের যাত্রার সঙ্গী। যে সংস্কৃতি এবং ঐতিহ্য ব্র্যান্ডকে একটি পরিবারের নাম দিয়েছে তা সংরক্ষণ করা হয়েছে। ব্র্যান্ড পরিচয় এবং ব্র্যান্ডের উপাদানগুলি বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব - মোহনবাগানের সমৃদ্ধ ইতিহাস এবং উত্তরাধিকারকে ধরে রেখে চলেছে। দেশের বৃহত্তম স্পোর্টিং ফ্যান বেসের লোগো ধরে রাখা হয়েছে। লোগোতে এটিকে যুক্ত করা হবে। আরও পড়ুন: Sourav Ganguly: শুধু গ্রেগ চ্যাপেল নয়, আমাকে বাদ দেওয়াতে সবার হাত ছিল: সৌরভ গাঙ্গুলি
The iconic green and maroon colours of Mohun Bagan jersey retained pic.twitter.com/Vx2hm67FN7
— ATK (@ATKFC) July 10, 2020