Manchester United (Photo Credit: Manchester United/ Twitter)

রবিবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে আর্সেনাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে (Emirates Stadium, London) আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত বছর সেপ্টেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) কাছে হেরে চলতি মরসুমের প্রিমিয়ার লিগে আর্সেনালের (Arsenal) চমকপ্রদ যাত্রা মাত্র একবার থেমেছে। শেষ ম্যাচে লন্ডনের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারকে (Tottenham Hotspur) হারিয়েছে মিকেল আর্টেটার (Mikel Arteta) দল। অন্যদিকে শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের (Crystal Palace) সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিষেধাজ্ঞার কারণে আর্সেনালের বিপক্ষে ম্যাচ থেকে ব্রাজিলিয়ান কাসেমিরো (Brazilian Casemiro) ছিটকে যাওয়ায় মিডফিল্ডে কিছুটা পরিবর্তন আনবে রেড ডেভিলসরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচটি অনুষ্ঠিত হবে ।

কবে, কোথায় আয়োজিত হবে আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড?

২২ জানুয়ারি, লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে (Emirates Stadium, London) আর্সেনালের মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

কখন থেকে শুরু হবে আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড?

প্রিমিয়ার লিগের আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১০ঃ০০টায় ।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে।