Football
Zinedine Zidane Tests Positive For Coronavirus: করোনা আক্রান্ত প্রাক্তন ফুটবলার ও রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান
Sanjoy Patraকরোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন ফুটবলার ও রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান (Zinedine Zidane)। শুক্রবার লা লিগা ক্লাবটি এই খবর প্রকাশ করেছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন জিদান। জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হওয়াতে আলাভসের বিপক্ষে দলের সঙ্গে থাকতে পারবেন না জিদান। লিগ স্ট্যান্ডিংয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে, অ্যাটলেটিকো মাদ্রিদের সাত পয়েন্ট পিছনে।
Zinedine Zidane Tests Positive For Coronavirus: করোনা আক্রান্ত প্রাক্তন ফুটবলার ও রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান
Sanjoy Patraকরোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন ফুটবলার ও রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান (Zinedine Zidane)। শুক্রবার লা লিগা ক্লাবটি এই খবর প্রকাশ করেছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন জিদান। জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হওয়াতে আলাভসের বিপক্ষে দলের সঙ্গে থাকতে পারবেন না জিদান। লিগ স্ট্যান্ডিংয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে, অ্যাটলেটিকো মাদ্রিদের সাত পয়েন্ট পিছনে।
SC East Bengal vs Mumbai City Live Streaming: কোথায়, কখন দেখবেন এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি (SC East Bengal vs Mumbai City FC)। গোয়ার তিলক ময়দানে হবে এই ম্যাচ। এর আগের ম্যাচে মুম্বইয়ের কাছে ৩-০ গোলে হেরেছে ইস্টবেঙ্গল। লিগ টেবিলে বর্তমানে ১০ নম্বরে রয়েছে কলকাতার দলটি। ১২ ম্যাচ খেলে তারা ২টিতে জয় ও ৪টিতে হেরেছে। ৬টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে মুম্বাই সিটি এফসি ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। তারা ২টি ড্র ও ১টি ম্যাচে হেরেছে। মুম্বই ৮টি ম্যাচ জিতেছে।
SC East Bengal vs Mumbai City Live Streaming: কোথায়, কখন দেখবেন এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি (SC East Bengal vs Mumbai City FC)। গোয়ার তিলক ময়দানে হবে এই ম্যাচ। এর আগের ম্যাচে মুম্বইয়ের কাছে ৩-০ গোলে হেরেছে ইস্টবেঙ্গল। লিগ টেবিলে বর্তমানে ১০ নম্বরে রয়েছে কলকাতার দলটি। ১২ ম্যাচ খেলে তারা ২টিতে জয় ও ৪টিতে হেরেছে। ৬টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে মুম্বাই সিটি এফসি ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। তারা ২টি ড্র ও ১টি ম্যাচে হেরেছে। মুম্বই ৮টি ম্যাচ জিতেছে।
SC East Bengal vs Mumbai City FC: আইএসএলে আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি মুম্বাই সিটি এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি (SC East Bengal vs Mumbai City FC)। গোয়ার তিলক ময়দানে হবে এই ম্যাচ। এর আগের ম্যাচে মুম্বইয়ের কাছে ৩-০ গোলে হেরেছে ইস্টবেঙ্গল। লিগ টেবিলে বর্তমানে ১০ নম্বরে রয়েছে কলকাতার দলটি। ১২ ম্যাচ খেলে তারা ২টিতে জয় ও ৪টিতে হেরেছে। ৬টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে মুম্বাই সিটি এফসি ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। তারা ২টি ড্র ও ১টি ম্যাচে হেরেছে। মুম্বই ৮টি ম্যাচ জিতেছে।
SC East Bengal vs Mumbai City FC: আইএসএলে আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি মুম্বাই সিটি এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি (SC East Bengal vs Mumbai City FC)। গোয়ার তিলক ময়দানে হবে এই ম্যাচ। এর আগের ম্যাচে মুম্বইয়ের কাছে ৩-০ গোলে হেরেছে ইস্টবেঙ্গল। লিগ টেবিলে বর্তমানে ১০ নম্বরে রয়েছে কলকাতার দলটি। ১২ ম্যাচ খেলে তারা ২টিতে জয় ও ৪টিতে হেরেছে। ৬টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে মুম্বাই সিটি এফসি ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। তারা ২টি ড্র ও ১টি ম্যাচে হেরেছে। মুম্বই ৮টি ম্যাচ জিতেছে।
ATK Mohun Bagan vs Chennaiyin FC: আইএসএলে আজ এটিকে মোহনবাগানের মুখোমুখি চেন্নাইন এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে চেন্নাইন এফসি (ATK Mohun Bagan vs Chennaiyin FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদর শেষ দুটি খেলায় একটিতে হার ও একটি ড্র করছে এটিকে। লিগ টেবিলের শীর্ষে থাকা মুম্বাই সিটি এফসি-র থেকে পাঁচ পয়েন্ট পিছনে রয়েছে তারা। তাই আজকের ম্যাচ জিতে আবারও নিজেদের সেরা প্রমাণ করতে চাইবেন অ্যান্তনিও হাবাসের ছেলেরা। দল ফর্মে না থাকলেও হাবাস মনে করেন যে চাপ ও উদ্বেগের সময় আসেনি।
ATK Mohun Bagan vs Chennaiyin FC: আইএসএলে আজ এটিকে মোহনবাগানের মুখোমুখি চেন্নাইন এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে চেন্নাইন এফসি (ATK Mohun Bagan vs Chennaiyin FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজেদর শেষ দুটি খেলায় একটিতে হার ও একটি ড্র করছে এটিকে। লিগ টেবিলের শীর্ষে থাকা মুম্বাই সিটি এফসি-র থেকে পাঁচ পয়েন্ট পিছনে রয়েছে তারা। তাই আজকের ম্যাচ জিতে আবারও নিজেদের সেরা প্রমাণ করতে চাইবেন অ্যান্তনিও হাবাসের ছেলেরা। দল ফর্মে না থাকলেও হাবাস মনে করেন যে চাপ ও উদ্বেগের সময় আসেনি।
Cristiano Ronaldo Nets 760th Professional Goal: ৭৬০, বিশ্ব ফুটবলে সর্বাধিক গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Sanjoy Patraবিশ্ব ফুটবলে সর্বাধিক গোলের মালিক হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বুধবার নাপোলির (Napoli) বিরুদ্ধে ম্যাচের ৬৪ মিনিটে নিজের ৭৬০ তম গোল করে বিশ্ব ফুটবলে নতুন মাইলস্টোন ছোঁন তিনি। গোলের সংখ্যয় তিনি ছাড়িয়ে গেছেন জোসেফ বিকানকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে ইতিলিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্তাস। ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার৷ এবার তাঁর মুকুটে যোগ হল আরও একটি রেকর্ড৷
Kerala Blasters FC vs Bengaluru FC: আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স এফসি বনাম বেঙ্গালুরু এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে আজ কেরালা ব্লাস্টার্স এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Kerala Blasters FC vs Bengaluru FC)। গোয়া বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পয়েন্ট টেবিলের দশম স্থানে থাকা কেরালার টুর্নামেন্ট শুরুর পর থেকেই রীতিমতো পিছিয়ে ছিল। তবে, শেষ দুটি ম্যাচে তারা অপরাজিত - একটিচে জয় এবং অন্য ম্যাচে ড্র করছে তারা। আজকের ম্যাচে জয় হাসিল করে টেবিলে আরও উপরের দিকে উঠতে চাইবে তারা। এদিকে, সপ্তম স্থানে থাকা বেঙ্গালুরুও তাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স দিয়ে চলেছে। সর্বশেষ পাঁচটি ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। চারটি ম্যাচে হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে। এছাড়াও দলটি চোট-আঘাতে জেরবার। ডিমাস দেলগাদো ব্যক্তিগত কারণে স্পেনের উদ্দেশ্যে রওনা হয়েছেন, দেশার ব্রাউন নর্থইস্ট ইউনাইটেডে যোগ দিয়েছেন।
CFC vs SCEB Dream11 Team Prediction in ISL 2020–21: আইএসএলে আজ চেন্নাইন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Madhurima Devআইএসএল ২০২০-২১-এ আজ চেন্নাইন এফসি বনাম এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ। ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে গোয়ায় বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে। দুটি দলকেই গোটা মরসুমে খুব ভালো খেলতে দেখা যায়নি। চেন্নাইন এফসি এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। ইস্টবেঙ্গল ১১ পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছে। ফাউলারের নেতৃত্বে ইস্টবেঙ্গল দলের ফুটবলাররা পারদর্শিতা দেখাতে বিফল।
FC Goa vs ATK Mohun Bagan: আইএসএলে আজ এফসি গোয়ার মুখোমুখি এটিকে মোহনবাগান; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এফসি গোয়ার মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (FC Goa vs ATK Mohun Bagan)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ১০ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ জিতেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে ১১ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এফসি গোয়া।
Jamshedpur FC vs NorthEast United FC: আইএসএলে আজ জামশেদপুর এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি (Jamshedpur FC vs NorthEast United FC)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আগের ম্যাচে এফসি গোয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরে জামশেদপুর এফসি লিগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে। এখনও অবধি, এই দল ১১টি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট পেয়েছে। যার মধ্যে তিনটি জয় এবং চারটি ড্র এবং চারটি হার রয়েছে। অন্যদিকে হাইল্যান্ডাররা লিগ টেবিলে প্রতিপক্ষের একধাপ নীচে ৮ নম্বরে রয়েছে। ১১ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১২। যার মধ্যে রয়েছে দুটি জয়, ছয়টি ড্র এবং তিনটি হার।
Mumbai City FC vs Hyderabad FC Live Streaming: কোথায়, কখন দেখবেন মুম্বাই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) শনিবার টেবিল-টপার মুম্বাই সিটি এফসি-র মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (Mumbai City FC vs Hyderabad FC)। গোয়ার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজামরা তাদের শেষ দুটি ম্যাচ চেন্নাইন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিপক্ষে ৪-১ এবং ৪-২ গোলে জিতেছে। সোমবার মুম্বাই সিটি এফসি এটিকে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়েছে। সাসপেনশন কাটিয়ে আজ মুম্বই দলে ফিরবেন আহমেদ জাহোঃ। অন্যদিকে নিখিল পূজারি, ফ্রাঙ্ক সান্দাজা এবং সৌভিক চক্রবর্তীকে ছাড়াই আজ মাঠে নামবে হায়দরাবাদ। মুম্বই এখন পর্যন্ত ১০ ম্যাচ খেল ৮টিতে জিতে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। হায়দরাবাদ বর্তমানে ১০টি ম্যাচ খেলে চতুর্থ স্থানে রয়েছে। চারটিতে জয়, তিনটি ড্র এবং তিনটি ম্যাচে হেরে তাদের পয়েন্ট ১৫।
Mumbai City FC vs Hyderabad FC: আইএসএলে আজ মুম্বাই সিটি এফসি-র মুখোমুখি হায়দরাবাদ এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) শনিবার টেবিল-টপার মুম্বাই সিটি এফসি-র মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (Mumbai City FC vs Hyderabad FC)। গোয়ার জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে হবে এই ম্যাচ। নিজামরা তাদের শেষ দুটি ম্যাচ চেন্নাইন এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিপক্ষে ৪-১ এবং ৪-২ গোলে জিতেছে। সোমবার মুম্বাই সিটি এফসি এটিকে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়েছে। সাসপেনশন কাটিয়ে আজ মুম্বই দলে ফিরবেন আহমেদ জাহোঃ। অন্যদিকে নিখিল পূজারি, ফ্রাঙ্ক সান্দাজা এবং সৌভিক চক্রবর্তীকে ছাড়াই আজ মাঠে নামবে হায়দরাবাদ। মুম্বই এখন পর্যন্ত ১০ ম্যাচ খেল ৮টিতে জিতে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। হায়দরাবাদ বর্তমানে ১০টি ম্যাচ খেলে চতুর্থ স্থানে রয়েছে। চারটিতে জয়, তিনটি ড্র এবং তিনটি ম্যাচে হেরে তাদের পয়েন্ট ১৫।
SC East Bengal vs Kerala Blasters FC Live Streaming: কোথায়, কখন দেখবেন এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স (SC East Bengal vs Kerala Blasters FC)। শুক্রবার ভাস্কোর তিলক ময়দানে হবে এই ম্যাচ। দুটি দলই জয়ের জন্য ঝাঁপাবে। পয়েন্ট টেবিলে দশম স্থানে থাকা কেরালা টুর্নামেন্ট ভালোভাবে শুরু করলেও পরপর হারতে থাকে। মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসির বিপক্ষে হেরেও দলটি গত রবিবার জামশেদপুর এফসিকে ৩-২ গোলে হারিয়েছিল। এদিকে, নবম স্থানে থাকা এসসি ইস্টবেঙ্গল বর্তমানে পাঁচ ম্যাচ অপরাজিত রয়েছে। সম্প্রতি বেঙ্গালুরু এফসি-কে হারিয়েছে তারা। আজকের ম্যাচে তারা যদি কেরালাকে হারাতে পারে বড় ব্যবধানে তবে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে আসতে পারে।
SC East Bengal vs Kerala Blasters FC: আইএসএলে আজ এসসি ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স (SC East Bengal vs Kerala Blasters FC)। শুক্রবার ভাস্কোর তিলক ময়দানে হবে এই ম্যাচ। দুটি দলই জয়ের জন্য ঝাঁপাবে। পয়েন্ট টেবিলে দশম স্থানে থাকা কেরালা টুর্নামেন্ট ভালোভাবে শুরু করলেও পরপর হারতে থাকে। মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসির বিপক্ষে হেরেও দলটি গত রবিবার জামশেদপুর এফসিকে ৩-২ গোলে হারিয়েছিল। এদিকে, নবম স্থানে থাকা এসসি ইস্টবেঙ্গল বর্তমানে পাঁচ ম্যাচ অপরাজিত রয়েছে। সম্প্রতি বেঙ্গালুরু এফসি-কে হারিয়েছে তারা। আজকের ম্যাচে তারা যদি কেরালাকে হারাতে পারে বড় ব্যবধানে তবে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে আসতে পারে।
FC Goa vs Jamshedpur FC: আইএসএলে আজ এফসি গোয়ার মুখোমুখি জামশেদপুর এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এফসি গোয়ার মুখোমুখি হবে জামশেদপুর এফসি (FC Goa vs Jamshedpur FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এফসি গোয়া ১০টি ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। জুয়ান ফেরান্দোর ছেলেরা ধারাবাহিকতা দেখাতে পারেনি। গত ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ওভেন কোয়েলের জামশেদপুর এফসিও তেমন ধারাবাহিকতা দেখাতে পারেনি। রেড মাইনাররা ১০টি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। বেশিরভাগ ম্যাচেই প্রথম দিকে লিড নেওয়া সত্ত্বেও জামশেদপুর এফসি-কে ম্যাচ জিততে কঠিন লড়াই করত হয়েছে। গত ম্যাচে তারা কেরালা ব্লাস্টার্সের কাছে ২-৩ স্কোরলাইনে হেরেছে।
FC Goa vs Jamshedpur FC Live Streaming: কোথায়, কখন দেখবেন এফসি গোয়া বনাম জামশেদপুর এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এফসি গোয়ার মুখোমুখি হবে জামশেদপুর এফসি (FC Goa vs Jamshedpur FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এফসি গোয়া ১০টি ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। জুয়ান ফেরান্দোর ছেলেরা ধারাবাহিকতা দেখাতে পারেনি। গত ম্যাচে তারা এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ওভেন কোয়েলের জামশেদপুর এফসিও তেমন ধারাবাহিকতা দেখাতে পারেনি। রেড মাইনাররা ১০টি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। বেশিরভাগ ম্যাচেই প্রথম দিকে লিড নেওয়া সত্ত্বেও জামশেদপুর এফসি-কে ম্যাচ জিততে কঠিন লড়াই করত হয়েছে। গত ম্যাচে তারা কেরালা ব্লাস্টার্সের কাছে ২-৩ স্কোরলাইনে হেরেছে।
Odisha FC vs Chennaiyin FC Live Streaming: কোথায়, কখন দেখবেন ওড়িশা এফসি বনাম চেন্নাইন এফসি ম্যাচের সরাসরি সম্প্রচার?
Sanjoy Patraইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ ওড়িশা এফসি-র মুখোমুখি হবে চেন্নাইন এফসি (Odisha FC vs Chennaiyin FC)। বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। কয়েকদিন আগেই এই দুই দলের ম্যাচ শেষ হয়েছিল গোলশূন্য অবস্থায়। আজ আইএসএলে ফিরতি পর্বের ম্যাচে নামতে চলেছে দুই দলই। আইএসএলের ইতিহাসে ২ বার শিরোপা জিতেছে চেন্নাইন এফসি। কিন্তু এ বার ১১ পয়েন্ট নিয়ে প্রথম চারের বাইরে রয়েছে তারা। দলের অন্যতম সেরা ফরোয়ার্ড রাফায়েল ক্রিভেলারোর চোট পেয়ে ছিটকে যাওয়া বড় ধাক্কা দিয়েছে। আর সেটাই আইএসএলের দ্বিতীয় পর্ব শুরুর আগে চিন্তা বাড়িয়েছে চেন্নাইন এফসি-র প্রধান কোচ সাবা লাজলোর। অন্য দিকে, ওড়িশা ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে। যদিও ছয় পরাজয়ের পরে ওড়িশা গত সপ্তাহে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে তাদের প্রথম জয় পেয়েছিল।