IPL Auction 2025 Live

Kerala Blasters FC vs Bengaluru FC: আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স এফসি বনাম বেঙ্গালুরু এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ইন্ডিয়ান সুপার লিগে আজ কেরালা ব্লাস্টার্স এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Kerala Blasters FC vs Bengaluru FC)। গোয়া বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পয়েন্ট টেবিলের দশম স্থানে থাকা কেরালার টুর্নামেন্ট শুরুর পর থেকেই রীতিমতো পিছিয়ে ছিল। তবে, শেষ দুটি ম্যাচে তারা অপরাজিত - একটিচে জয় এবং অন্য ম্যাচে ড্র করছে তারা। আজকের ম্যাচে জয় হাসিল করে টেবিলে আরও উপরের দিকে উঠতে চাইবে তারা। এদিকে, সপ্তম স্থানে থাকা বেঙ্গালুরুও তাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স দিয়ে চলেছে। সর্বশেষ পাঁচটি ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। চারটি ম্যাচে হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে। এছাড়াও দলটি চোট-আঘাতে জেরবার। ডিমাস দেলগাদো ব্যক্তিগত কারণে স্পেনের উদ্দেশ্যে রওনা হয়েছেন, দেশার ব্রাউন নর্থইস্ট ইউনাইটেডে যোগ দিয়েছেন।

ইন্ডিয়ান সুপার লিগে আজ কেরালা ব্লাস্টার্স এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Kerala Blasters FC vs Bengaluru FC)। গোয়া বাম্বোলিমের জিএমসি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। পয়েন্ট টেবিলের দশম স্থানে থাকা কেরালার টুর্নামেন্ট শুরুর পর থেকেই রীতিমতো পিছিয়ে ছিল। তবে, শেষ দুটি ম্যাচে তারা অপরাজিত - একটিচে জয় এবং অন্য ম্যাচে ড্র করছে তারা। আজকের ম্যাচে জয় হাসিল করে টেবিলে আরও উপরের দিকে উঠতে চাইবে তারা। এদিকে, সপ্তম স্থানে থাকা বেঙ্গালুরুও তাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স দিয়ে চলেছে। সর্বশেষ পাঁচটি ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। চারটি ম্যাচে হেরেছে, একটি ম্যাচ ড্র করেছে। এছাড়াও দলটি চোট-আঘাতে জেরবার। ডিমাস দেলগাদো ব্যক্তিগত কারণে স্পেনের উদ্দেশ্যে রওনা হয়েছেন, দেশার ব্রাউন নর্থইস্ট ইউনাইটেডে যোগ দিয়েছেন।

কেরালা ব্লাস্টার্স এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: অ্যালবিনো গোমস; নিশু কুমার, সন্দীপ সিং, কোস্টা ন্যামোইনসু, জেসেল কার্নেইরো; জ্যাকসন সিং, ভিসেন্টে গোমেজ, সাহাল আবদুল সামাদ, ফ্যাসুন্দো পেরের; গ্যারি হুপার, জর্ডান মারে। আরও পড়ুন: Google Celebrates India’s Historic Series Win: গুগলে 'India National Cricket Team' লিখে সার্চ দিলেই অবাক হবেন

বেঙ্গালুরু এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: গুরপ্রীত সিং সন্ধু; হরমনজোট খাবড়া, জুয়ানান, রাহুল ভেকে, পরাগ শ্রীবাস; এরিক পার্টালু, ফ্রাঙ্ক গঞ্জালেজ, সুরেশ ওয়াংজাম; ক্লায়টন সিলভা, ক্রিস্টিয়ান ওপসেথ, সুনীল ছেত্রী।

পরিসংখ্যান: দুই দল এর আগে ৭বার একে অপরের বিরুদ্ধে নেমেছে। ৫ টি ম্যাচে জিতেছে বেঙ্গালুরু। ১টি ম্যাচে জিতেছে কেরালা। একটি ম্যাচ ড্র হয়েছে।