Zinedine Zidane Tests Positive For Coronavirus: করোনা আক্রান্ত প্রাক্তন ফুটবলার ও রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান
করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন ফুটবলার ও রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান (Zinedine Zidane)। শুক্রবার লা লিগা ক্লাবটি এই খবর প্রকাশ করেছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন জিদান। জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হওয়াতে আলাভসের বিপক্ষে দলের সঙ্গে থাকতে পারবেন না জিদান। লিগ স্ট্যান্ডিংয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে, অ্যাটলেটিকো মাদ্রিদের সাত পয়েন্ট পিছনে।
করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন ফুটবলার ও রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান (Zinedine Zidane)। শুক্রবার লা লিগা ক্লাবটি এই খবর প্রকাশ করেছে। বর্তমানে আইসোলেশনে রয়েছেন জিদান। জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হওয়াতে আলাভসের বিপক্ষে দলের সঙ্গে থাকতে পারবেন না জিদান। লিগ স্ট্যান্ডিংয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে, অ্যাটলেটিকো মাদ্রিদের সাত পয়েন্ট পিছনে।
সম্প্রতি করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসেছিলেন এই ফরাসি কিংবদন্তি ফুটবলার। সেই কারণে জিদান নিজেকে বিচ্ছিন্ন রেখেছিলেন। রিয়াল মাদ্রিদের অনুশীলনে তিনি হাজির থাকছিলেন না। আরও পড়ুন: BCCI New 2km Fitness Test: নির্ধারিত সময়ে দৌড়তে হবে ২ কিমি, ক্রিকেটার নতুন টেস্ট নেবে BCCI
এর আগে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড, মিডফিল্ডার ক্যাসেমিরো এবং ডিফেন্ডার এদার মিলিটাও এই মরশুম শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন।