ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মঙ্গলবার এএফসি কাপ ২০২৩-২৪ গ্রুপ ডি-র প্রথম ম্যাচে ওড়িশা এফসিকে ৪-০ গোলে হারিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে দিমিত্রি পেত্রাটোসের সঙ্গে গোল করেছেন সাহাল সামাদ ও লিস্টন কোলাকো। ম্যাচের সপ্তম মিনিটেই গোলের জন্য এগিয়ে যান মনবীর সিং অবশ্য সেই শট বাঁচিয়ে নেন অমরিন্দর সিং। এএফসি কাপে অভিষেক হওয়া ওড়িশা ১৩তম মিনিটে লিড নেয়, যখন কার্লোস দেলগাদো থ্রু বল থ্রেড করে রয় কৃষ্ণাকে খুব কাছ থেকে গোল করার চেষ্টায় সাহায্য করেন। দলে আহমেদ জাহৌ, মোর্তাদা ফল এবং কৃষ্ণার মতো আক্রমণাত্মক খেলোয়াড় সামনে থাকা সত্ত্বেও, দিমিত্রি পেত্রাটোস, আর্মান্দো সাদিকু এবং হুগো বোউমাস মোহন বাগানের হয়ে অগ্রগতি সঙ্গে রুখে দাঁড়ায়। Indian Football: এশিয়ান গেমস ফুটবলে মহালজ্জা, ভারতকে পাঁচ গোল দিল চিন
What a WIN! Sahal’s powerful finish, Dimi’s double and Liston’s brilliant header secure a 4-0 win over Odisha FC! 🔥
Joy Mohun Bagan 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/ZIrdsQb9cp
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 19, 2023
৪২তম মিনিটে মোর্তাদা ফল দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে ওড়িশাকে ১০ জনের মধ্যে নামিয়ে আনলেও সুপার কাপ বিজয়ীরা বিরতির আগে স্কোর ০-০ ধরে রেখেছিল। এরপর মনবীর সিংয়ের ছাঁটাইয়ের সৌজন্যে সামাদ বক্সের ভেতর থেকে গোল করে ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই নিজেদের খাতা খুলে নেয় মোহনবাগান। এই গোলটি মোহনবাগানের মধ্যে উৎসাহের সঞ্চার করে এবং তারা তাদের দ্বিতীয় গোলটি পেত্রাটোসের সচেতনতার কারণে পুরস্কৃত হয়। ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও ওড়িশা আরও পিছিয়ে পড়ে যখন তারা তিন মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে। ৭৯ তম মিনিটে লিস্টন কোলাকো দুর্দান্ত ভাবে গোল করে দলকে এগিয়ে ৩-০ গল৩ এগিয়ে দেওয়ার কয়েক মিনিটের মাথায় পেত্রাটোস ফের গোল করেন এবং ৪-০ ব্যবধানের বিশাল জয় পায় মোহনবাগান।