প্যারিসের থিয়েটার দু শাতলেতে এই বছরের ২২ সেপ্টেম্বর দেওয়া হবে ফুটবলারদের ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর (Ballon D’Or) । আয়োজকরা জানিয়েছেন, এই প্রথমবারের মতো ছেলে ও মেয়েদের বিভাগে সমান পুরস্কার দেওয়া হবে। ফ্রান্সের সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ও উয়েফা (UEFA) জানিয়েছে, মেয়েদের বিভাগে সেরা মহিলা গোলকিপার, সেরা উদীয়মান মহিলা খেলোয়াড় এবং ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ গোল করা মহিলা ফুটবলারের পুরস্কার এবার সংযোজন করা হয়েছে। অর্থাৎ, ছেলে ও মেয়েদের বিভাগে সমান ৬ টি করে পুরস্কার দেওয়া হবে। এর বাইরে রয়েছে ‘সক্রেটিস অ্যাওয়ার্ড’। বিভিন্ন সামাজিক ও সংহতিপূর্ণ কাজের জন্য ২০২২ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে , যা ছেলে ও মেয়েদের বিভাগ থেকে যে কেউ জিততে পারেন। আগস্টের শুরুতে ব্যালন ডি’অর জয়ের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।
The 6️⃣9️⃣th ceremony of the Ballon d’Or
📍 Paris, Théâtre du Châtelet
📅 September, 22nd 2025@UEFA #ballondor pic.twitter.com/6fkV7BhUNT
— Ballon d'Or (@ballondor) May 19, 2025
এবার ছেলেদের বিভাগে ব্যালন ডি’অর জয়ের আলোচনায় আছেন- পিএসজির উসমান দেম্বেলে, জিয়ানলুইজি দোন্নারুম্মা, ভিতিনিয়া, ইন্টার মিলানের লাওতারো মার্টিনেজ, ডেঞ্জেল ডামফ্রিস, বার্সেলোনার রাফিনিয়া, পেদ্রি, লামিনে ইয়ামাল, রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও লিভারপুলের মহম্মদ সালাহ।