Fluminense Goalkeeper Fábio. (Photo Credits:X)

Fábio Equals Peter Shilton: পুরুষদের পেশাদার ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড ছুঁলেন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের (Fluminense) গোলকিপার ফাবিও ডেইভসন লোপেস মাশিয়েল। ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিল্টনের এক হাজার ৩৯০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে নজির গড়েছিলেন। শিল্টনের সেই নজিরটাই ছুঁলেন আগামী মাসে ৪৫ বছর বয়সে পা দিতে চলা বছরের ব্রাজিলিয়ান গোলকিপার ফাবিও। পিটার শিল্টন যে বছর ফুটবল থেকে অবসর নেন, সেই বছরই প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয় ফাবিও-র। মঙ্গলবার আমেরিকা দি কালির বিরুদ্ধে কোপা সুদামেরিকানার ম্যাচে নামছেন ফাবিও।

সেই ম্য়াচেই পিটার শিল্টনের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড গড়বেন ব্রাজিলের ৪৪ বছরের গোলকিপার। যিনি ক মাস আগে ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলানের বিরুদ্ধে দুরন্ত গোলকিপিং করেন। ১৯৯৭ সালে ব্রাজিলের অনুর্ধ্ব ১৭ দলের হয়ে বিশ্বকাপ জিতলেও কখনও সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ জোটেনি ফাবিও-র।

দেখুন নজিরের খবরটি

দেখুন ফাবিও-র নজির

ব্রাজিলিয়ান সিরি এ-তে ফ্লুমিনেন্স বনাম ফোর্টালেজা ম্যাচে এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছান ফাবিও। এই ম্য়াচে ফাবিও-র ফ্লুমিনেন্স ২-১ গোলে জেতে। ১৯৯৭ সাল থেকে পেশাদার ফুটবল খেলছেন শিল্টন। ইউনিয়াও বান্দেইরান্তের হয়ে দুটি মরসুমে ৩০টি ম্যাচ, ১৯৯৯ থেকে পাঁচটা বছর ভাস্কো দা গামা-র হয়ে ১৫০টি ম্যাচ খেলেন।

দেখুন ফাবিও-র এক অবিশ্বাস্য সেভ

এরপর টানা ১৭টা মরসুম খেলেন ক্রুজেইরো-র জার্সিতে। ফাবিও মোট ৯৭৬টি ম্যাচ খেলেন তিনি। এরপর থেকে টানা চার মরসুম তিনি ২৩৪টি ম্যাচ খেলছেন। পিটার শিল্টন ১৯৬৬ থেকে ১৯৯৭ পর্যন্ত মোট ১,৩৯০ ম্যাচ খেলেছেন। তবে তিনি দাবি করেছিলেন, তিনি ১৩৮৭টি ম্যাচ খেলেছেন, কারণ কিছু প্রীতি ম্যাচ ও অনুর্ধ্ব-২৩ ম্যাচকে গণনায় ধরেননি। যদিও গিনিস কর্তৃপক্ষ পিটার শিল্টন ১৩৯০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন বলে নথিভুক্ত করে।