FIFA World Cup 2022: ইউরোপ থেকে যে সব দেশগুলি কাতার বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা পেল, যাদের স্বপ্নভঙ্গ হল
Italy. (Photo Credits: Twitter)

লন্ডন, ১৬  নভেম্বর: ইউরোপ থেকে যে সব দেশ কাতার বিশ্বকাপে (Fifa World Cup 2022) সরাসরি খেলার যোগ্যতা পেল, যাদের স্বপ্নভঙ্গ হল আগামী বছর কাতার ফুটবল বিশ্বকাপের মূলপর্বে ইউরোপ (UEFA) থেকে যে ১৪টি দেশ খেলবে, তাদের মধ্যে ৯টি দেশের নাম ঠিক হয়ে গেল। ইউরো চ্যাম্পিয়ন ইটালি (Italay), আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল (Portugal) ছাড়া ইউরোপের বাকি সুপার পাওয়ার দেশগুলি সরাসরি কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা পেয়েছে। স্পেন-জার্মানি-ইংল্যান্ড থেকে ফ্রান্স-বেলজিয়াম-ডেনমার্কের মত সুপার পাওয়ার দেশ বিশ্বকাপ ২০২২-এর টিকিট পেয়েছে। আবার ইতালি, পর্তুগালকে অপেক্ষায় রেখে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করেছে সুইজারল্যান্ড, সার্বিয়া।

আজ রাতে নরওয়ের বিরুদ্ধে ম্যাচে নেদারল্যান্ডসের ভাগ্য ঠিক হবে। ডাচরা আজ যদি নরওয়ের কাছে জিতে যায়, তাহলে সরাসরি কাতারের টিকিট পেয়ে যাবে। আর ড্র করলে তাকিয়ে থাকতে তুর্কি-মন্টিনেগ্রো ম্যাচের ওপর। এই গ্রুপ থেকে বিশ্বকাপে ওঠার লড়াইটা শেষ ম্যাচে নিষ্পতি হবে। শেষ ম্যাচে নেদারল্যান্ডস (২০ পয়েন্ট) খেলবে নরওয়ে (১৮ পয়েন্টের)-এর বিরুদ্ধে। তুরস্ক (১৮ পয়েন্ট) খেলবে মন্টিনেগ্রোর (১২)-র বিরুদ্ধে। ডাচরা আজ হেরে গেলে, আর তুরস্ক অন্য ম্যাচে জিতে গেলে নেদারল্যান্ডসের কাতার বিশ্বকাপে খেলা হবে না। আরও পড়ুন: Hardik Pandya: মিথ্যে খবর? '৫ কোটির' বহুমূল্য ঘড়ি উদ্ধার নিয়ে কী বললেন হার্দিক পান্ডিয়া

গতকাল নর্দান আয়ারল্যান্ডের কাছে শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে ড্র করে সরাসরি কাতার বিশ্বকাপে যোগ্যতাঅর্জনের সুযোগ হারাল ইতালি। ইতালিকে টপকে এই গ্রুপ থেকে সরাসরি বিশ্বকাপে যোগ্যতা পেল সুইজারল্যান্ড। গতবার, ২০১৮ বিশ্বকাপে ইতালি প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করতে পারেনবি। ক মাস আগে ইউরো কাপ জয়ীরা এখনও বিশ্বকাপে খেলার প্রশ্নে অনিশ্চিত থাকল। যেমন গতকাল সার্বিয়ার কাছে আটকে পর্তুগালের মুলপর্বে খেলা অনিশ্চিত হয়ে

পড়েছে।

যে দশটি দেশ সরাসরি বিশ্বকাপে যোগ্যতাঅর্জন করল

সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, জার্মানি, গ্রুপ জি-র চ্যাম্পিয়ন (নেদারল্যান্ডস/তুরস্ক/নরওয়ে)

গ্রুপে দ্বিতীয় হয়ে প্লে অফ রাউন্ডে খেলবে

ইতালি, পর্তুগাল, রাশিয়া, স্কটল্যান্ড, সুইডেন, ওয়েলশ, গ্রুপ ডি-র রানার্স (ফিনল্যান্ড/ইউক্রেন), গ্রুপ জি-র রানার্স (নেদারল্যান্ডস/তুরস্ক/নরওয়ে)

যে সব তথাকথিত নামী দেশের বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হল

আয়ারল্যান্ড, গ্রিস, নর্দান আয়ারল্যান্ড, বুলগেরিয়া, বসনিয়া-হারজেগোভিনা, ইজরায়েল, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, নেদারল্যান্ডস/তুরস্ক/নরওয়ে-র মধ্যে একটা দেশের