FIFA World Cup Final 2022 Drone Footage: আর বছরখানেকের মধ্যেই আমেরিকা, মেক্সিকো ও কানাডায় শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬। আগামী বিশ্বকাপের মূলপর্বে কারা খেলতে চলেছে তাও মোটের ওপর ঠিক আছে। এমন সময় তিন বছর আগে হওয়া গত বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনাল Argentina vs France ম্যাচের ড্রোন ফুটেজ প্রকাশ করল ফিফা। ড্রোন ক্যামেরায় ধরা পড়া এমবাপের ফ্রান্সকে হারিয়ে মেসিদের বিশ্বকাপ জয়ের স্মরণীয় মুহূর্ত সামনে আনল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
নির্ধারিত সময়ের খেলা ৩-৩ হওয়ার পর ফাইনাল গড়িয়ে ছিল টাইব্রেকারে
দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যে তীব্র উত্তেজনার ফাইনাল নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ শেষ হয়েছিল। এরপর অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। তার মানে ১২০ মিনিটের খেলা ৩-৩ শেষ হওয়ায় ফাইনাল টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে মেসিদের ৪-২ গোলে জয়ের নায়ক ছিলেন গোলকিপার এমি মার্টিনেজ।
দেখুন মেসিদের বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে জয়ের ভিডিও
— .entoargc (@ClassicSchmo) July 19, 2025
ম্যাচ রিপোর্ট
নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় দুই দলই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি দুটি গোল এবং অ্যাঞ্জেল ডি মারিয়া একটি গোল করেন। অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপে একাই হ্যাটট্রিক করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। ১২০ মিনিটের খেলা শেষে স্কোর ৩-৩ থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে কী হয়েছিল
উত্তেজক টাইব্রেকারে দুই দলের প্রথম শটে গোল করেন মেসি ও এমবাপে। এরপর পাবলো দিবালা দৃঢ়তার সঙ্গে নিখুঁত শট নিয়ে দলকে ২-১ এগিয়ে দেন। পারেদেস শক্তিশালী শটে গোল করেন। এরপর ফ্রান্সের কিংসলে কোমানের শট বাঁচিয়ে দেন আর্জেন্টিনার তারকা গোলকিপার এমিলিয়ানো মর্তিনেজ। লিয়ান্দ্রো পারেদেস শক্তিশালী শটে গোল করে আর্জেন্টিনাকে ৩-১ গোলে এগিয়ে দেন। ফ্রান্সের অরেলিয়েন চুয়ামেনির শট গোলপোস্টের বাইরে চলে যায়।এরপর ফ্রান্সের রান্ডাল মুয়ানি গোল করে ব্যবধান কমান।,২-৩। কিন্তু আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েল গোল করে আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বকাপ এনে দেন। আর্জেন্টিনা ৪-২। টাইব্রেকারের ফলাফল টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ গোলে ফ্রান্সকে পরাজিত করে। বিশ্বকাপ জেতেন লিওনেল মেসি।