বিশ্বকাপের ফাইনাল ঘিরে মেতে উঠেছে গোটা দুনিয়া। বিশ্বের ২০০টি দেশে সরাসরি টিভিতে সম্প্রচারিত হবে কাতার বিশ্বকাপের ফাইনাল। দুনিয়ার সবচেয়ে বেশী মানুষ দেখতে চলেছে ফুটবল বিশ্বকাপের ফাইনাল। ইংল্যান্ড থেকে ইরান, নিউ ইয়র্ক থেকে নিউ আলিপুর, জয়পুর থেকে জামশেদপুর-সব জায়গাতেই এখন মেসির আর্জেন্টিনা বনাম এমবাপের ফ্রান্সের মধ্যে ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনা।
রবিবার কাতারের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে লুসেইল স্টেডিয়ামে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে হতে চলেছে আর্জেন্টিনা-ফ্রান্স মেগা ফাইনাল ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টা ও বাংলাদেশের সময় অনুযায়ী রাত ৯টা থেকে শুরু হবে কাতার বিশ্বকাপের ফাইনাল।
আসুন দেখে নেওয়া যাক ফাইনাল খেলা দুই দেশের সময় অনুযায়ী কটা থেকে শুরু হবে-
লিওনেল মেসির দেশে- আর্জেন্টিনা একন মেসি ময়। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় যেদিকে চোখ যাচ্ছে শধু ফুটবলপ্রেমীদের ভিড়। শহরের প্রাণকেন্দ্রে জায়েন্ট স্ক্রিনে দেখানো হবে খেলা। লক্ষ লক্ষ মানুষ দেশের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে জড়ো হচ্ছেন খেলা দেখবেন বলে। আর্জেন্টিনায় টাইম জোন একটাই। আর্জেন্টিনার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হবে খেলা।
দেখুন ভিডিয়ো
Argentina fans are 🔥🔥🔥🔥pic.twitter.com/SzZj3FZh62
— Leo Messi 🔟 (@WeAreMessi) December 17, 2022
এমবাপেদের দেশে- টানা দু বার বিশ্বকাপ জিতে আধুনিক ফুটবলে নজির গড়ার দোরগড়ায় দাঁড়িয়ে ফ্রান্স। ফরাসিরা ফুটবল আবেগে ভেসে গিয়েছেন। প্যারিস থেকে মার্সেই, নাইস,লিঁয়-যে শহরের যান, শুধু ফুটবল বিশ্বকাপ ফাইনাল দেখার উত্তেজনা। ফ্রান্সে মোট ১২টা টাইম জোন আছে।
দেখুুন ভিডিয়ো
France fans think Kylian Mbappe can break the World Cup record 👀 pic.twitter.com/YJuBt6wVLk
— GOAL Africa (@GOALAfrica) December 16, 2022
যেমন গোটা ভারতের যেখানেই থাকুন না কেন ঘড়িতে সবার সময় সমান। কিন্তু গোটা ফ্রান্স মোট ১২টা টাইম জোন আছে। ফ্রান্সের প্যারিসের সময়ে বিকেল ৪টে থেকে শুরু হবে ফাইনাল খেলা। ভারতের সময় থেকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পিছিয়ে প্য়ারিসের টাইম জোন।