FIFA World Cup 2022,LIve Streaming Details: বিশ্বকাপে আজ একই সময়ে দু দুটো ম্যাচ, কোথায় কীভাবে দেখবেন
FIFA World Cup 2022 logo (Photo Credits: @FIFAWorldCup/Twitter)

বিশ্বকাপে (Qatar World Cup 2022) আজ, মঙ্গলবার থেকে শুরু গ্রুপ পর্যায়ের শেষ ধাপের খেলা। এদিন গ্রুপ এ ও বি-র শেষ ম্যাচে খেলবে দলগুলি। গড়াপেটা রুখতে গ্রুপের শেষ ম্যাচগুলি একই সময় শুরু হবে। যাতে কোনও দল আলাদা করে সুবিধা না পায়। গ্রুপ এ-র শেষ ম্যাচে এদিন আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে খেলবে নেদারল্যান্ডস। আর ইকুয়েডের প্রতিপক্ষ সেনেগাল। ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে দুটি ম্যাচ। অনেকেরই প্রশ্ন, তাহলে কোন খেলাটা সরাসরি দেখানো হবে। এর উত্তর হল- দুটি খেলাই দুটি আলাদা আলাদা টিভি চ্যানেলে দেখানো হবে। এবার নিজের সুবিধা মত ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন খেলা।

গ্রুপ এ-র তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ-ইকুয়েডর ও সেনেগাল ম্যাচটা সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেলে। ইকুয়েডর এদিন সেনেগালকে রুখে দিলেও নক আউটে উঠবে। অন্যদিকে, সাদিও মানের অনুপস্থিতিতে নামা সেনেগাল জিতলে তবেই নক আউটে উঠবে। আরও পড়ুন-কাসিমারোর অনবদ্য গোলে সুইসদের হারিয়ে নক আউটে ব্রাজিল, দেখুন গোলের ভিডিও

আগেই বিদায় নেওয়া আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে নামছে ডাচরা (২ ম্যাচে ৪ পয়েন্ট)। আজ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে নেদারল্যান্ডস। এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮-১ এইচডি চ্যানেলে। দুটো ম্যাচই জিও সিনেমা অ্যাপে সরাসরি দেখানো হবে।

অন্যদিকে, রাত সাড়ে ১২টায় গ্রুপ বি-র ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড (৪ পয়েন্ট)-ওয়েলেশ (১ পয়েন্ট)। আর একই সময় আমেরিকা যুক্তরাষ্ট্র (২ পয়েন্ট) খেলবে ইরানের (৩ পয়েন্ট)-এর বিরুদ্ধে। নক আউটে উঠতে হলে ড্র করলেই হবে হ্যারি কেনদের। বড় ব্যবধানে জিততে হবে গ্যারেথ বেলদের।  ইরানকে হারালে নক আউটে উঠে যাবে আমেরিকা। ইরানের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। তবে আমেরিকাকে রুখে দিলেও ইরান নক আউটে উঠে যেতে পারে।

আমেরিকা-ইরান ম্যাচ দেখা যাবে  স্পোর্টস ১৮-১ এ আর ইংল্যান্ড বনাম ওয়েলশের মধ্যে খেলাটি দেখা যাবে স্পোর্টস ১৮-১ এইচডি-তে। জিও সিনেমা অ্যাপে দুটি খেলাই বিনামূল্যে দেখা যাবে।

আজ ফিফা বিশ্বকাপে

রাত সাড়ে ৮টা-র দুটি ম্যাচ

ইকুয়েডর বনাম সেনেগাল ((খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম) (স্পোর্টস ১৮-১ এ)

নেদারল্যান্ডস বনাম কাতার (আল বায়াত স্টেডিয়াম) (স্পোর্টস ১৮-১ এইচডি-তে)

রাত সাড়ে ১২টা-র ম্যাচ

আমেরিকা বনাম ইরান (আল থুমামা স্টেডিয়াম) (স্পোর্টস ১৮-১ এ)

ইংল্যান্ড বনাম ওয়েলশ (খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম) (স্পোর্টস ১৮-১ এইচডি-তে)

চারটি ম্যাচই জিও সিনেমা অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে।