কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কোন ৬টি দল খেলবে তা ঠিক হয়ে গিয়েছে। আজ, মঙ্গলবার ঠিক হবে বাকি দুটি স্থানে কারা খেলবে। লড়াইয়ে ইউরোপের দুই সুপার পাওয়ার দেশ স্পেন ও পর্তুগাল। স্পেনের সামনে আফ্রিকার চমক মরক্কো। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারাতে হবে ফাইটার সুইজারল্যান্ডকে।
২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন চলতি কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারালেও এখনও পর্যন্ত কোনও ম্যাজিক দেখা যায়নি। বরং গ্রুপের শেষ ম্যাচে জাপান ২-১ গোলে হারিয়ে প্রমাণ করেছে স্পেনের খেলায় অনেক ত্রুটি আছে। স্প্যানিশ আমার্ডার সেই খামতি কাজে লাগিয়ে ইতিহাস গড়ে আজ শেষ আটে উঠতে যায় মরক্কো। গতকাল, জাপান, দক্ষিণ কোরিয়ার হারে এশিয়ার চ্যালেঞ্জ শেষ হয়েছে। তার আগে আমেরিকার হারে শেষ হয়েছে উত্তর আমেরিকার চ্য়ালেঞ্জ। অস্ট্রেলিয়ার বিদায়ে ওশিয়ানিয়ারও খেলা শেষ। এবার আফ্রিকার শেষ প্রতিনিধি হিসেবে মরক্কো চাইছে মরণকামড় দিতে। দীর্ঘ বেশ কয়েক বছর পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে উঠেছে মরক্কো।
গ্রুপ লিগে মরক্কো হারিয়েছে বেলজিয়ামের মত দেশকে। শুধু হারানো নয় মরক্কো তাদের সীমিত সাধ্য নিয়েও কিন্তু একেবারে পারফেক্ট ফুটবল খেলছে। বিশ্বকাপের আগেই থেকে বলা হচ্ছিল এবার কাতারে আফ্রিকার সেরা বাজি হতে পারে মরক্কো। গ্রুপের খেলায় মরোক্কানরা সেটা প্রমাণ করে দিয়েছেন। তবে এখানেই থেমে না থেকে স্পেনকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠতে চায়।
এদিকে, গ্রুপের খেলায় সেভাবে কিছু করতে না পারা রোনাল্ডো নক আউটে উজাড় করে দিতে চাইছেন। নক আউট মানেই হারলেই বিদায়। তাই জীবনের শেষ বিশ্বকাপের নক আউটে খেলতে নেমে সিআরসেভেন চাইছেন, বড় কিছু করতে। রোনাল্ডোদের সামনে শাকিরিরা সুইসরা। গ্রুপের খেলায় ব্রাজিলকে শুধু ৮১ মিনিট পর্যন্ত রুখে দেওয়াই নয়, সুযোগ কাজে লাগাতে পারলে অঘটন ঘটাতেও পারত সুইজারল্যান্ড। তাই পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচ জমে যাওয়ার উপকরণ থাকছে। মনে করা হচ্ছে এই ম্যাচ টাইব্রেকার পর্যন্ত গড়াতে পারে। আর সেটা হলে এগিয়ে থাকবে সুইজারল্যান্ড। কারণ সুইসদের গোলের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকেন সোমার।
আজকের খেলা
সপ্তম প্রি কোয়ার্টার ফাইনাল
স্পেন বনাম মরক্কো
(রাত সাড়ে ৮টা)
অষ্টম প্রি কোয়ার্টার ফাইনাল
পর্তুগাল বনাম সুইজারল্যান্ড
(রাত সাড়ে ১২টা)
(দুটি খেলাই সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮, এমটিভি এইচডি চ্যানেলে। জিও সিনেমা অ্যাপের মাধ্যমে দেখা যাবে খেলা)
কালকের ফল
পঞ্চম কোয়ার্টার ফাইনাল
ক্রোয়েশিয়া (৪) জাপান (২)
(টাইব্রেকারে ফয়সালা হয়)
ষষ্ঠ কোয়ার্টার ফাইনাল
ব্রাজিল (৪) দক্ষিণ কোরিয়া (১)