দোহা, ১৮ ডিসেম্বর: লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে তারকা স্ট্রাইকার দি মারিয়া-কে শুরু থেকে নামালেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কেলানি। আট বছর আগে চোটের কারণে জার্মানির বিরুদ্ধে ফাইনালে খেলতে পারেননি দি মারিয়া। রিজার্ভ বেঞ্চে বসেই হার দেখেছিলেন দি মারিয়া। চলতি বিশ্বকাপেও গ্রুপ লিগে তিনটে ্যাচে খেলার পর নক আউট পর্যায় থেকে আর চোটের কারণে খেলতে পারেননি তিনি। তবে কোচ এবার অভিজ্ঞা তারকা ফুটবলারকে শুরু থেকে নামালেন।
আজ, ফাইনাল খেলেই দেশের জার্সিতে অবসর নেবেন দি মারিয়া। ৩৪ বছরের দি মারিয়া ১৪ বছর ধরে দেশের হয়ে খেলছেন। জুভেন্তাসের হয়ে খেলা দি মারিয়া বলেছিলেন, তিনি বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলবেন না। ২৬ বছর পর বিশ্বকাপ জেতার সুযোগ আর্জেন্টিনার সামনে। আরও পড়ুন-মেসি, এমবাপেদের দেশে কটা থেকে শুরু হবে বিশ্বকাপের ফাইনাল
দেখুন ভিডিয়ো
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) December 18, 2022
এদিকে, চোটের জল্পনা থাকলেও অলিভার জিরুকে শুরু থেকেই নামালেন ফ্রান্সের কোচ দিদিয়র দেঁশ। টানা দু বার বিশ্বকাপ জেতার সুযোগ ফ্রান্সের সামনে। গ্রুপ লিগে তিউনিসিয়ার বিরুদ্ধে হার ছাড়া চলতি বিশ্বকাপে একেবারে পারফেক্ট ফুটবল উপহার দিয়েছে ফরাসিরা।
দেখুন নামছেন মেসিরা
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) December 18, 2022
আর্জেন্টিনার প্রথম একাদশ- এমিলিনো মার্টিনেজ, মোলিনা, রোমেরো, ওতামেন্ডি, আকুনা, রডরিগো দি পল, এনজো ফার্নান্ডেজ, ম্যাক আলিস্টার, অ্যাঞ্জেল দি মারিয়া, লিয়োনেল মেসি, হুলিয়ান আলবারেস
ফ্রান্সের প্রথম একাদশ- হুগো লরিস, কাউন্দে, ভারানে, উপামেককানো, থিও হার্নান্ডেজ, তুচুয়ামেনি গ্রিজম্যান, ব়্যাবিওট,দেম্বেলে, জিরু, এমবাপে